চলতি আগস্ট মাসজুড়ে সিক্স সিজনস হোটেলে থাকছে দেশি খাবারের দারুণ সমাহার। পুলের পাশে, প্যানোরামিক সিটি ভিউ, অর্ধ শতাধিক আইটেমের বুফে, লাইভ স্টেশন, গ্রিল স্টেশন, নুডুলস স্টেশন, চটপটি-ফুসকা স্টেশন! সঙ্গে একটি কিনলে তিনটি ফ্রি অফার, নির্দিষ্ট ব্যাংক কার্ডধারীদের জন্য। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
ঝাল ঝাল চানা চাট, দেশি ফিউশন দই বেগুন, পুষ্টিকর হালিম, মুখরোচক দোসা স্টেশন, চটপটি, ফুসকা, পাপড়ি চাট, নুডুলস স্টেশন, লাইভ চিকেন টিক্কা, মালাই বটি কাবাব, বিফ সুতি কাবাব, বিফ চাপলি কাবাব, মিনি পিটা ব্রেডের সঙ্গে গালুটি কাবাব, ফিশ হারিয়ালি টিক্কা, বিফ কাবুলি বিরিয়ানি, লাহোরি নামকিন গোশত, মাটন পায়া, ওল্ডটাউন চিকেন রোস্ট, ফিশ কোফতা এবং আরও অনেক বাহারি খাবার। মিষ্টিমুখের জন্য থাকছে গুলাব জামুন, মিষ্টি দই, শাহী টুকরা, জিলাপি, চকলেট পাটিসাপ্টা পিঠাসহ নানা কিছু।
সঙ্গে থাকছে লাঞ্চের আগে কিংবা পরে কমপ্লিমেন্টারি সুইমিংপুল একসেস, বাচ্চাদের জন্য মজার কালারিং আর্ট অ্যাকটিভিটি, লাইভ ক্যান্ডি ফ্লস এবং সফট সার্ভিং আইস্ক্রিম। লাঞ্চ ৬,৯৯৯ টাকা এবং ডিনার ৯,৯৯৯ টাকায়। দুটোই প্রতিদিন থাকছে; তবে প্রতি বৃহস্পতিবার থেকে শনিবার ডিনারে রয়েছে লাইভ মিউজিক এবং ওপেন মাইক! এই অফার পরিবার ও বন্ধুদের নিয়ে একসঙ্গে উপভোগ করার জন্য নির্দিষ্ট ব্যাংক কার্ডধারীদের জন্য একটি দারুণ সুযোগ: একটি কিনলে তিনটি ফ্রি। লাঞ্চের সময় দুপুর ১২:৩০ থেকে ৩:৩০; ডিনারের সময় সন্ধ্যা ৬:৩০ থেকে রাত ১১টা পর্যন্ত। সিক্স সিজনস হোটেলের ঠিকানা– হাউস ১৯, রোড ৯৬, গুলশান ২, ঢাকা।
আরও আছে উইন সারপ্রাইজ গিফট! পেতে ফলো ও শেয়ার করুন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে: @sixseasonshotelbd-এর ইনস্টাগ্রাম প্রোফাইল, সঙ্গে হ্যাশট্যাগ #DeshiDiaries #SixSeasonsHotel।
- ক্যানভাস অনলাইন
ছবি: সিক্স সিজনস হোটেল-এর সৌজন্যে

