ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট ভোজনরসিকদের আহ্বান জানাচ্ছে স্বাদে ভরপুর জমকালো ‘হিলশা ফেস্ট’-এ; যা আয়োজন করা হয়েছে হোটেলটির জনপ্রিয় রেস্টুরেন্ট আউটলেটগুলোতে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের জাতীয় মাছ ইলিশকে কেন্দ্র করে সাজানো হয়েছে পাঁচটি অভিনব ও রুচিসম্মত প্ল্যাটার, যেখানে মিলবে ঐতিহ্যের সুবাস ও আধুনিক পরিবেশনার সৌন্দর্য।

ইলিশ খিচুড়ি, সর্ষে ইলিশ, ইলিশ পোলাও, ইলিশ ফ্রাই এবং দই ইলিশ। মূল্য শুরু ১৭৯৯ টাকা থেকে। এ ছাড়াও ৪ জনের জন্য ঢাকা রিজেন্সি অফার করছে স্পেশাল ফ্যামিলি প্যাকেজ।

অতিথিরা উপভোগ করতে পারবেন তাজা ইলিশের স্বাদ, যা রান্না করা হয়েছে আসল দেশি মসলার ঘ্রাণে এবং পরিবেশন করা হচ্ছে মনোমুগ্ধকর অলংকরণে। প্রতিটি প্ল্যাটারই একেকটি রন্ধনশৈলীর শিল্পকর্ম, যেখানে ফুটে উঠছে বাংলাদেশি রান্নার সমৃদ্ধ ঐতিহ্য ও আধুনিক ছোঁয়া।

ঢাকা রিজেন্সির উষ্ণ ও আমন্ত্রণমুখর পরিবেশে বন্ধু, পরিবার বা সহকর্মীদের সঙ্গে উপভোগ করার জন্য ‘হিলশা ফেস্ট’ হতে পারে এক অবিস্মরণীয় অভিজ্ঞতা । বিস্তারিত জানতে কল করতে পারেন ০১৭১৩৩৩২৬৬১ নম্বরে; অথবা ভিজিট করতে পারেন: https://www.facebook.com/share/19fgdo4v7x/।
- ক্যানভাস অনলাইন
ছবি: ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট-এর সৌজন্যে

