বিউটি বক্স
আরমাফ বিউটি ট্রু ম্যাট লিপস্টিক
আরব আমিরাতের প্রসাধনী ব্র্যান্ড আরমাফ বিউটি বাংলাদেশের বাজারে এনেছে নতুন ম্যাট লিপস্টিক। এটি ভেলভেটি ম্যাট ফিনিশ দিতে সক্ষম। অল্প ব্যবহারেই ঠোঁট রাঙিয়ে তুলতে পারে। মখমলের মোলায়েম ভাব ঠোঁটকে দেয় আরাম। দেখতেও বেশ। দ্রুত মিশে যেতে সক্ষম এবং শুকিয়ে যায় নিমেষে। স্টিকিনেস নেই। তাই ব্যবহার করা যায় স্বচ্ছন্দে। ট্রান্সফার-প্রুফ হওয়ায় সকাল থেকে রাত পর্যন্ত ব্যবহার সম্ভব। ব্যস্ত দিনের পাশাপাশি সন্ধ্যার দাওয়াতেও নিখুঁতভাবে মানিয়ে যায়। এশিয়ান স্কিন টোনকে মাথায় রেখে তৈরি করা হয়েছে বিভিন্ন শেডে। নিজের ত্বকের সঙ্গে মানিয়ে কিনতে পারবেন ক্রেতা। দাম ১ হাজার ৯৯৫ টাকা।
আরমাফ বিউটি শ্যাডো প্যালেট
প্রিমিয়াম বিউটি ব্র্যান্ড আরমাফ নিয়ে এসেছে আইশ্যাডো প্যালেট। তিনটি ভিন্ন ভিন্ন ভ্যারিয়েন্টে। ন্যাচারাল গ্ল্যামের শেডের প্যালেটটির নাম ওহ সো সাটেল, বিভিন্ন রঙের মেলবন্ধনে তৈরিটির নাম ওহ সো চিল। আর পার্টি গ্ল্যাম প্যালেটের নাম ওহ সো গ্ল্যাম। প্রতিটি প্যালেটে রয়েছে ম্যাট, শিমার ও মেটালিক ফিনিশ। প্রতিটি শ্যাডোই সহজে ব্লেন্ড হয়। দেয় দুর্দান্ত রং। রাত কিংবা দিন—দুই সময়ে ব্যবহার উপযোগী। নিত্যদিনের সাজ আর উৎসব উপযোগী মেকআপ—দুই-ই সম্ভব হবে এই প্যালেটগুলো ব্যবহারে। শেডগুলো দীর্ঘস্থায়ী উজ্জ্বলতা নিশ্চিত করে। তাই রাতের দাওয়াতেও বেশ মানিয়ে যেতে পারে। কেনা যাবে ২ হাজার ৮৫০ টাকায়।
আরমাফ ম্যাট ম্যাক্স ফাউন্ডেশন
নিখুঁত কাভারেজ দিতে সক্ষম এমন ফাউন্ডেশনের চাহিদা বাজারে সব সময় বেশি। সৌন্দর্যসচেতন ক্রেতাদের এই চাওয়া মাথায় রেখে আরমাফ বিউটি বাজারে এনেছে নতুন এক ফাউন্ডেশন; যার শিরোনাম ম্যাট ম্যাক্স ফাউন্ডেশন। এতে আছে ফ্লুয়িড ফাউন্ডেশন-সমৃদ্ধ পিগমেন্ট। এটি সহজে ত্বকের দাগ-ছোপ ও পিগমেন্টেশন ঢেকে রাখতে ভূমিকা রাখে। মসৃণ ও নিখুঁত কমপ্লেকশন এনে দেয়। দীর্ঘস্থায়ী কাভারেজ নিশ্চিত করে। কিন্তু ত্বকের ওপর ভারী কোনো লেয়ার তৈরি করে না। হালকা ও আরামদায়ক মেকআপে সাহায্য করে। এতে উপস্থিত হায়ালুরনিক অ্যাসিড সারা দিন ত্বক আর্দ্র রাখে। আরও আছে এসপিএফ ২০, যা সূর্যের অতি বেগুনি রশ্মির ক্ষতি থেকে ত্বক রক্ষা করে। শেড রেঞ্জ বৈচিত্র্যময়। আমাদের দেশের ব্রাউন স্কিনের সঙ্গে বেশ মানানসই। মূল্য ৩ হাজার ৯৯৫ টাকা।
আরমাফ বিউটি মেগা ল্যাশ এক্সট্রা ভলিউম মাসকারা
মাসকারা চোখের সাজ করে তোলে সম্পূর্ণ। তাই বরাবরই এর চাহিদা। মেকআপ ব্র্যান্ড আরমাফ বিউটির ব্যানারে বাজারে এসেছে নতুন একটি মাসকারা। মেগা ল্যাশ এক্সট্রা ভলিউম মাসকারা নামে। ওয়াটারপ্রুফ ও স্মাজপ্রুফ হওয়ায় ব্যবহার করা যায় কোনো দুশ্চিন্তা ছাড়াই। প্রতিটি কোট বোল্ড ও ভলিউমনাস লুকের নিশ্চয়তা দেয়। এতে যোগ করা হয়েছে ক্যাস্টর অয়েল; যা আই ল্যাশকে প্রাকৃতিক উপায়ে দীর্ঘ হতে সাহায্য করে। দীর্ঘস্থায়ী কাভারেজ দেয়। তাই ব্যস্ত দিন হোক কিংবা উৎসবমুখর রাত—এই মাসকারা আই মেকআপে ড্রামাটিক লুক এনে দিতে সক্ষম। খরচ হবে ১ হাজার ৮৯৫ টাকা।
বিউটি ডেস্ক
ছবি: সংগ্রহ
