skip to Main Content
আলিশা ইসলাম এবার মিস কসমো ইন্টারন্যাশনালে বাংলাদেশের প্রতিনিধি

আলিশা ইসলাম। বাংলাদেশি মডেল। প্রতিভা, আত্মবিশ্বাস ও লক্ষে স্থির থাকার মানসিকতার জন্যই পরেছেন কসমো বাংলাদেশ ২০২৫-এর মুকুট। ডিসেম্বরে ভিয়েতনামে অনুষ্ঠিতব্য মূল আসর মিস কসমো ইন্টারন্যাশনাল ২০২৫-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তিনি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর নিশ্চিত করে আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্প (এএমটিসি)। বলে রাখা ভালো, মিস কসমো বাংলাদেশের অফিশিয়াল লাইসেন্সের অধিকারী আজরা মাহমুদ।

শুধু মডেল নয়, অভিনয়শিল্পী, উপস্থাপক ও ডিজে হিসেবে সফল আলিশা ইসলাম। ১৭৩ সেন্টিমিটার দীর্ঘাঙ্গী এই তরুণী তার সৌন্দর্য ও মুন্সিয়ানায় বাংলাদেশ ফ্যাশন উইক, আরকা ফ্যাশন উইক ও খাদি ফ্যাশন উইকসহ বিভিন্ন ফ্যাশন রানওয়ে আলোকিত করেছেন।

দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে পা রাখা আলিশা প্রথম বাংলাদেশি মডেল হিসেবে প্যারিস ফ্যাশন উইকের রানওয়েতে আলো ছড়িয়েছেন। পাশাপাশি ‘এমআরনাইন’ শিরোনামের চলচ্চিত্রে অভিষেক হয় তার। বড় পর্দায় সাবলীল উপস্থিতিতে বেশ প্রশংসা কুড়িয়েছে।

ডিজে হিসেবে আলিশা সীমানা মুছে ফেলে ক্ষমতায়নের নতুন সংজ্ঞা দিচ্ছেন। অনন্য নৈপুণ্যে তিনি ছন্দ আর আত্মপরিচয়ের মেলবন্ধন ঘটিয়ে নারীদের উজ্জীবিত করতে সক্ষম হয়েছেন; যাতে করে তারা নিজের ইচ্ছা আর আবেগকে প্রাধান্য দিয়ে এগিয়ে যেতে পারে। কৃতিত্বের জন্য তিনি ভারত ও বাংলাদেশের আইকনিক স্টার অ্যাওয়ার্ডসে ২০২৩ ও ২০২৪ টানা দুবছর বেস্ট মডেল অ্যাওয়ার্ড পেয়েছেন; পাশাপাশি ২০২৩ এটিএন তাকে সেরা অভিনয়শিল্পীর সম্মাননা প্রদান করেছে।

দিনাজপুরের মেয়ে আলিশা গ্ল্যামার দুনিয়ার বাইরে একজন সামাজিক সচেতন মানুষ। তিনি জাতিসংঘের টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি ৪) ‘মানসম্মত শিক্ষা’ নিয়ে কাজ করছেন। তার বিশ্বাস, শিক্ষা হলো ক্ষমতায়নের মূলভিত্তি; আর বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে শিক্ষা বিস্তারে তিনি কাজ করে যেতে চান।

কসমো বাংলাদেশ ২০২৫ হিসেবে আলিশার নাম ঘোষণা করতে গিয়ে আজরা মাহমুদ বলেন, ‘আলিশা ইসলাম মিস কসমো বাংলাদেশের প্রকৃত প্রতিচ্ছবি। তিনি সৌন্দর্যের সঙ্গে লক্ষকে, আত্মবিশ্বাসের সঙ্গে সহমর্মিতাকে, আর শক্তির সঙ্গে আন্তরিকতাকে একত্র করেছে। আমি নিশ্চিত, আলিশা আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশকে গর্বিত করবেন।’

  • ক্যানভাস অনলাইন
    ছবি: সংশ্লিষ্টদের সৌজন্যে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top