নব্বইয়ের দশকের ফ্যাশন ফিরে আসছে লাইন ধরে। এবার সে তালিকায় টিউব টপ। নব্বইয়ে শুরু করে দু’হাজার, ট্রেন্ডি ছিল টিউব। সম্পূর্ণভাবে কখনোই হারিয়ে যায়নি এই ফ্যাশন ক্লদিং আইটেম।
সরল চতুর্ভুজ একটি পোশাক। স্ট্রেপলেস বলার সঙ্গে সঙ্গে একে শেপলেসও বলা যেতে পারে। কিন্তু গায়ে পরে নিলে পরিণত হয় ‘সামথিং আ লিটল সেক্সি’ আইটেমে।
হালের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ‘টিকটক’ ট্রেন্ড সেটার হিসেবে ভূমিকা রাখতে শুরু করেছে। সামার স্ট্যাপেল হিসেবে টিউব টপ দেখা যাচ্ছে। এর মাঝে আমেরিকান ক্লদিং কোম্পানি ওল্ড নেভির ক্রপ টপ ভাইরাল হয়েছে। যার দাম ১৫ ডলার।
এ বছর বিভিন্ন রং এ দেখা যাচ্ছে এই টপগুলো। প্যাটার্নেও এসেছে বিভিন্নতা। হাইট বেড়েছে খানিকটা। এর সঙ্গে প্লাস সাইজের কলেবর বেড়েছে। প্রমাণিত হয়েছে সাধারণ নকশার পোশাকের ক্ষমতা আছে দীর্ঘ সময় টিকে থাকার।
টিউব টপ-এর সঙ্গে আপনার ক্লজেটের যেকোনো কিছুর পেয়ার-আপ সম্ভব। মম জিন্স, বোহো স্কার্ট, কারগো ক্যাপ্রিস– এর যেকোনোটির সঙ্গে টপে থাকতে পারে টিউব টপ।
রম-কম যুগের বেশ খনিকটা স্পর্শ আছে এই ড্রেসে। আর মিনিমালাইজড লুক চাইলে বটমে রাখতে পারেন টেইলরড ট্রাউজার, স্ট্রাকচারাল স্কার্ট।
- সারাহ্/ ক্যানভাস অনলাইন