অন্ধকারে আলো, রহস্যে ঘেরা রাত আর ভয় জাগানো আনন্দ– হ্যাঁ, হ্যালোইন ফিরে এসেছে আবারও! ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট আয়োজন করতে যাচ্ছে বছরের সবচেয়ে রোমাঞ্চকর ও মজার হ্যালোইন নাইট পার্টি। আগামী শুক্রবার (৩১ অক্টোবর ২০২৫), সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এই রাতজুড়ে পুরো ঢাকা রিজেন্সি পরিণত হবে এক ভৌতিক জগতে, যেখানে প্রতিটি কোণায় লুকিয়ে থাকবে রহস্য, মজা আর ভয়াবহ সাজসজ্জা। হোটেলটির জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে অতিথিরা উপভোগ করতে পারবেন স্পুকি বারবিকিউ বুফে ডিনার।

এখানেই শেষ নয়! পুরো আয়োজন আরও উত্তেজনাপূর্ণ করতে থাকছে লাইভ মিউজিক, ফেস পেইন্ট, লাইভ ড্যান্স পারফরম্যান্স, কস্টিউম কনটেস্ট , র্যাফেল ড্র আর ভয় ধরানো ডেকোরেশন ও ফটো বুথ, যেখানে ছবি তুললেই মনে হবে আপনি ভূতের রাজ্যে; যা আপনাকে দেবে এক ভিন্ন অভিজ্ঞতা। খরচ পড়বে জনপ্রতি ৩৩৩১ টাকা।

অন্যদিকে, হোটেলটির গ্র্যান্ডিওস রেস্টুরেন্টে আয়োজন করা হয়েছে বিশেষ হ্যালোইন বুফে ডিনার, যেখানে থাকবে মুখরোচক স্থানীয় ও আন্তর্জাতিক নানা পদ। প্রতিটি ডিশেই থাকবে একটুখানি ‘স্পুকি সারপাইজ’; ৫৫৫৫ টাকা খরচে। সিলেক্টেড কার্ডধারী, ঢাকা রিজেন্সি প্রিমিয়ার ক্লাব মেম্বার এবং ফ্যান অব ঢাকা রিজেন্সি গ্রুপ মেম্বারদের জন্য বাই ওয়ান গেট ওয়ান তো থাকছেই!

বিস্তারিত জানতে কল করতে পারেন +৮৮০১৭১৩৩৩২৬৬১ নম্বরে; অথবা ভিজিট করতে পারেন
https://www.facebook.com/share/1D5k7Vwf5K/।
- ক্যানভাস আয়োজন
ছবি: ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট-এর সৌজন্যে

