skip to Main Content
গ্রামীণফোনের সঙ্গে চুক্তিবদ্ধ ট্যাপম্যাড

পাকিস্তানের শীর্ষস্থানীয় ওটিটি স্ট্রিমিং প্ল্যাটফর্ম ট্যাপম্যাড বাংলাদেশে তাদের প্রিমিয়াম স্পোর্টস ও বিনোদন কনটেন্ট পৌঁছে দিতে দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোনের সঙ্গে একটি কৌশলগত অংশীদারত্ব ঘোষণা করেছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এই সহযোগিতার মাধ্যমে এখন বাংলাদেশের গ্রাহকেরা ট্যাপম্যাডের বৈচিত্র্যময় লাইভ স্পোর্টস, সিনেমা ও অন-ডিমান্ড বিনোদন উপভোগ করতে পারবেন। মাইজিপি অ্যাপ, ট্যাপম্যাড অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে সহজেই গ্রামীণফোনের মোবাইল ব্যালেন্স ব্যবহার করে সাবস্ক্রিপশন সক্রিয় করা যাবে। স্থানীয় দর্শকদের কথা বিবেচনা করে সাপ্তাহিক ও মাসিক উভয় ধরণের নমনীয় প্যাকেজ চালু করা হয়েছে।

ট্যাপম্যাডের সিইও ইয়াসির পাশা বলেন, ‘গ্রামীণফোনের সঙ্গে আমাদের এই অংশীদারত্ব পাকিস্তানের বাইরেও ট্যাপম্যাডের উপস্থিতি বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। দেশে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জনের পর আমরা আনন্দিত যে বাংলাদেশের দর্শকদের জন্য আমাদের বিশ্বমানের স্ট্রিমিং অভিজ্ঞতা নিয়ে আসতে পেরেছি। সাশ্রয়ী প্যাকেজ, স্থানীয়ভাবে সহজলভ্যতা এবং প্রিমিয়াম কনটেন্টের মাধ্যমে আমরা বাংলাদেশের দর্শকদের স্পোর্টস ও বিনোদনের অভিজ্ঞতাকে নতুনভাবে সংজ্ঞায়িত করতে চাই।’

গ্রামীণফোনের ডিজিটাল প্ল্যাটফর্ম, পেমেন্ট ও পার্টনারশিপ বিভাগের প্রধান জাহিদুজ্জামান বলেন, ‘গ্রামীণফোনে আমরা সব সময় আমাদের গ্রাহকদের ভবিষ্যতের ডিজিটাল অভিজ্ঞতা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। ট্যাপম্যাডের সঙ্গে এই অংশীদারত্ব আমাদের ব্যবহারকারীদের হাতের নাগালেই বিশ্বমানের স্পোর্টস ও বিনোদন পৌঁছে দিচ্ছে, যেখানে মোবাইল ব্যালেন্সের মাধ্যমে সহজ সাবস্ক্রিপশন প্রক্রিয়া নিশ্চিত করা হয়েছে। এটি আমাদের মূল্যবান গ্রাহকদের ক্রমবর্ধমান ডিজিটাল জীবনযাত্রাকে আরও সমৃদ্ধ করার একটি পদক্ষেপ।’

সহজলভ্যতার পাশাপাশি ট্যাপম্যাডের মূল আকর্ষণ হলো এর বৈচিত্র্যময় ও এক্সক্লুসিভ স্পোর্টস লাইনআপ। প্ল্যাটফর্মটি দর্শকদের জন্য ইংলিশ প্রিমিয়ার লিগ, এশিয়া কাপ, এমএমএ, পিএফএল, মোবিলসহ বিভিন্ন বৈশ্বিক টুর্নামেন্ট ও লিগের সরাসরি সম্প্রচারের সুযোগ দিচ্ছে। এ ছাড়াও ট্যাপম্যাডের লাইভ ও অন-ডিমান্ড কনটেন্টের বৈচিত্র্য প্রত্যেক ধরনের ক্রীড়াপ্রেমীর জন্য উপযোগী। আসন্ন সময়ের হাইলাইটগুলোর মধ্যে রয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ক্রিকেট সিরিজ, যার মাধ্যমে বাংলাদেশের দর্শকেরা এইচডি মানের লাইভ অ্যাকশন উপভোগ করতে পারবেন।

পাকিস্তানে অর্জিত অভিজ্ঞতা ও দক্ষতার ভিত্তিতে ট্যাপম্যাড বাংলাদেশের বাজারে স্থানীয় প্রেক্ষাপটে মানানসই আন্তর্জাতিক মানের স্ট্রিমিং অভিজ্ঞতা প্রদান করতে চায়, যেখানে বৈশ্বিক মান, স্থানীয় প্রাসঙ্গিকতা ও সহজলভ্যতার সমন্বয় থাকবে।

ট্যাপম্যাডের সিওও আলী রানা বলেন, ‘বাংলাদেশ একটি গতিশীল ও দ্রুত বিকাশমান বাজার, যেখানে আমরা বিপুল সম্ভাবনা দেখতে পাচ্ছি। আমাদের লক্ষ্য হলো এমন একটি আন্তর্জাতিক স্ট্রিমিং অভিজ্ঞতা প্রদান করা যা স্থানীয় দর্শকদের চাহিদা, আগ্রহ ও দেখার অভ্যাস অনুযায়ী সাজানো।’

ট্যাপম্যাড বাংলাদেশের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার আরিফ আদিত্য বলেন, ‘বাংলাদেশি দর্শকদের হৃদয়ে ক্রীড়া ও বিনোদনের বিশেষ স্থান রয়েছে। গ্রামীণফোনের সঙ্গে এই সহযোগিতার মাধ্যমে আমরা দেশের সর্বত্র দর্শকদের জন্য তাদের পছন্দের কনটেন্ট সহজলভ্য করছি, এমন মান ও নির্ভরযোগ্যতার সঙ্গে যা তারা প্রাপ্য।’

দক্ষিণ এশিয়ায় প্রায় এক দশকের সাফল্য ও সম্প্রসারিত উপস্থিতির মাধ্যমে ট্যাপম্যাড এখনো অঞ্চলের স্পোর্টস ও বিনোদন স্ট্রিমিং শিল্পে ডিজিটাল রূপান্তরের নেতৃত্ব দিচ্ছে। গ্রামীণফোনের সঙ্গে এই অংশীদারত্ব সীমান্ত অতিক্রম করে প্রিমিয়াম, উচ্চমানের কনটেন্টকে আরও সহজলভ্য করার আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নির্দেশ করে।

বলে রাখা ভালো, ট্যাপম্যাড অ্যাপ এখন গুগল প্লে স্টোর এবং আইওএস অ্যাপ স্টোরে ডাউনলোডের জন্য প্রস্তুত আছে।

  • ক্যানভাস অনলাইন
    ছবি: সংশ্লিষ্টদের সৌজন্যে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top