skip to Main Content
এলো টেকনো ওয়াচ নিও

স্টাইলিশ ডিজাইন ও উদ্ভাবনী প্রযুক্তির জন্য পরিচিত ব্র্যান্ড টেকনো বাংলাদেশে নিয়ে এলো তাদের নতুন স্মার্টওয়াচ– টেকনো ওয়াচ নিও। আধুনিক নকশা, উন্নত ফিচার এবং কার্যকারিতার সমন্বয়ে তৈরি এই ঘড়ি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। যারা ফ্যাশন ও প্রযুক্তি– দুটিই একসঙ্গে পছন্দ করেন, তাদের জন্য উপযুক্ত এই ডিভাইস। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

ওয়াচ নিওতে রয়েছে ১.৪৩ ইঞ্চির এমোলেড ডিসপ্লে, যা ২.৫ডি অ্যানিমেশন ইফেক্টসহ প্রাণবন্ত ছবি দেখার অভিজ্ঞতা নিশ্চিত করে। ১০০০ নিট উজ্জ্বলতার কারণে সরাসরি সূর্যের আলোতেও স্ক্রিন স্পষ্টভাবে দেখা যায়। এ ছাড়া, এর অলওয়েজ-অন ডিসপ্লে সুবিধা নোটিফিকেশনসহ গুরুত্বপূর্ণ তথ্য সব সময় দৃশ্যমান রাখে। প্রিমিয়াম ধাতব ফ্রেম ঘড়িটির ডিজাইনে এনে দিয়েছে নান্দনিক সৌন্দর্য।

বক্সের ভেতরই পাওয়া যাবে দুটি স্টাইলিশ সিলিকন স্ট্র্যাপ, যা ব্যবহারকারীরা নিজের পছন্দ বা পোশাকের সঙ্গে মানিয়ে ব্যবহার করতে পারবেন। ঘড়িটি আইপি৬৮ পানি ও ধুলো প্রতিরোধের রেটিংসহ দৈনন্দিন চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্যও উপযোগী, যা একে যেকোনো অ্যাডভেঞ্চারের জন্য উপযুক্ত সঙ্গী করে তোলে।

টেকনো ওয়াচ নিওতে আরও রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-চালিত ওয়াচ ফেস, যা ব্যবহারকারীর পছন্দ অনুযায়ী নিজেকে মানিয়ে নেয়। স্মার্ট ভয়েস অ্যাসিস্ট্যান্ট ফিচারটি হ্যান্ডস-ফ্রি অপারেশনকে আরও সহজ করে তোলে, আর উন্নত ব্লুটুথ কলিং সুবিধাসহ স্পষ্ট কথোপকথনের নিশ্চয়তা দেয়।

স্বাস্থ্যসচেতন ব্যবহারকারীদের জন্য ঘড়িটিতে রয়েছে ২৪/৭ স্বাস্থ্য মনিটরিং ফিচার, যা রিয়েল-টাইমে হৃদস্পন্দন, রক্তের অক্সিজেন, ঘুমের গুণমান এবং মানসিক চাপের মাত্রা পরিমাপ করে। এ ছাড়া শতাধিক স্পোর্টস মোড থাকায় ফিটনেসপ্রেমীরা সহজেই তাদের ট্রেনিং ও কার্যকলাপ ট্র্যাক করতে পারবেন। ৩০০ মিলিঅ্যাম্পিয়ার শক্তিশালী ব্যাটারির টেকনো ওয়াচ নিও একবার চার্জেই চলবে ১০ দিন পর্যন্ত।

ওয়াচ নিও এখন বাংলাদেশের সকল টেকনো আউটলেটে পাওয়া যাচ্ছে ৫,৪৯৫ টাকায় (ভ্যাট প্রযোজ্য)। বিস্তারিত জানতে ভিজিট করতে পারেন www.tecno-mobile.com/bd এবং টেকনো বাংলাদেশের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া পেজগুলো।

  • ক্যানভাস অনলাইন
    ছবি: টেকনো বাংলাদেশ-এর সৌজন্যে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top