পোশাক ব্র্যান্ড দেশালের পোশাকে সাধারণত ফুল, পাতার নকশা থাকে। কিন্তু এ বছর ঈদ উপলক্ষে অন্যান্য পোশাক ব্র্যান্ডের মতো দেশালও নকশায় বৈচিত্র্য এনেছে। পোশাকের রঙ, ফর্ম এবং কম্পোজিশনে উঠে এসেছে ভিন্নতা। তাই স্টাইলের নাম দেওয়া হয়েছে চেনা তবু চেনা নয়। নকশাগুলো মূলত দূর থেকে দেখলে মনে হবে ফুল, তবে খুব কাছ থেকে দেখলে দেখার ধরন পাল্টে যায়। ফুলটির ফর্ম পরিবর্তন হয়ে শুধু মোটা দাগের কিছু লাইন, রঙ আর রঙের মিশ্রণ চোখে পড়বে। তেমনি পাতার শিরা, সবজির টুকরো, পাটির বুনন, আড়াআড়িভাবে কাটা রসুন পেঁয়াজ, বুনো ফলের ভেতরের অংশ, পুরোনো কাঠের তক্তার আঁশের দাগ, ছত্রাক, ব্যাঙের ছাতা, আদিবাসীদের হাতে বোনা ঝুরির বুনন- এগুলো আতশী কাচের মধ্য দিয়ে বা আণুবীক্ষণিক দৃষ্টির মাধ্যমে দেখা হয়েছে। তারপর ফর্মগুলোকে বেছে নিয়ে পোশাকগুলোর নকশা সাজানো হয়েছে। কয়েকটি উল্লেখযোগ্য পোশাকের নাম হলো রঙিন ঢেউ বেগুনি ও স্যাফরন, রঙিন ঢেউ নীল, কুসুম, কড়ি ইত্যাদি। কটনের এসব পোশাক অ্যাপ্লিকে, হ্যান্ড এমব্রয়ডারি, ব্লক প্রিন্ট, স্ক্রিন প্রিন্টসহ বিভিন্ন অলংকরণে তৈরি হয়েছে। পাওয়া যাচ্ছে ভিন্ন দামে।
Related Projects
দেশের বাজারে আইটেল পি৫৫
- February 22, 2024
আইটেল পি৫৫ এখন বাংলাদেশের সকল আইটেল ব্র্যান্ড আউটলেট এবং রিটেইল স্টোরে পাওয়া যাচ্ছে ১১ হাজার ৯৯০ টাকায়
আইয়ুব বাচ্চুকে ঘিরে এবি কিচেন ও এশিয়াটিক ইএক্সপি জোট
- October 19, 2023
এই চুক্তির আওতায় এশিয়াটিক ইএক্সপি, প্রয়াত কিংবদন্তি শিল্পী ও সংগীত পরিচালক আইয়ুব বাচ্চুর সৃষ্টি করা গানগুলো নতুন আঙ্গিকে প্রচার এবং প্রসারের অনুমোদন পেয়েছে

