আমাদের অনেকেরই দাঁত দিয়ে নখ কাটার অভ্যাস আছে। অতিরিক্ত চিন্তা বা উত্তেজনায় মনের অজান্তেই অনেকের আঙুল মুখে চলে যায়। আর ইঁদুরের মতো কুটকুট করে কাটতে শুরু করে। তবে ভয়ের কথাটি হচ্ছে এই বদঅভ্যাসটিই হতে পারে মৃত্যুর কারণ।
দাঁত দিয়ে নখ কাটার সময়ে অজান্তেই কেটে যেতে পারে আমাদের ত্বক, যা আমরা আমলেই নিই না। কিন্তু পরবর্তী সময়ে এটিই ধারণ করবে ভয়ঙ্কর রূপ।
দাঁত দিয়ে নখ কাটার সময়ে ত্বক কেটে গেলে সেখানে একপ্রকার সংক্রমণ রোগ হয় যার নাম সেপসিস। চিকিৎসকেরা জানান, যেকোনো রকমের সংক্রমণ থেকে সেপসিস হতে পারে। সাধারণত শরীরের কোথাও সংক্রমণ হলে তা সেখানে আবদ্ধ থাকে। আর এ কাজটি করে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা। তবে সংক্রমণের মাত্রা বেশি হলে তা সারা শরীরে ছড়িয়ে পড়ে আর একেই বলা হয় সেপসিস। এটি হলে সারা শরীরে প্রচণ্ড প্রদাহ হয়। এটি মোটেও উপেক্ষা করার মতো কোনো রোগ নয়। সেপসিস ও সেপটিক শকের কবলে পরে প্রতিবছর সারা পৃথিবীতে কমপক্ষে ৬০ লাখ মানুষের মৃত্যু হয়।
আসুন, দেখে নিই সেপসিস রোগের লক্ষণগুলো কী কী
১.প্রচণ্ড দুর্বল অনুভব হওয়া।
২.কথা জড়িয়ে যাওয়া।
৩.প্রচণ্ড কাঁপুনি হওয়া ও পেশি ব্যথা করা
৪.শ্বাসকষ্ট হওয়া।
৫.মূত্র ত্যাগ না হওয়া।
৬.ত্বক ফ্যাকাশে হয়ে যাওয়া।
সুতরাং আজ থেকেই দাঁত দিয়ে নখ কাটার মতো বদঅভ্যাস থেকে বিরত হওয়া উচিত। কারণ, একটু অসতর্কতাই হতে পারে সারা জীবনের কান্না।