মানুষমাত্রই সৌন্দর্যপিপাসু। সুন্দরের প্রতি তার আকর্ষণ আদি ও অকৃত্রিম। সে সুন্দর দেখতে চায় নিজেকে, সুন্দর দেখতে চায় নিজের চারপাশ। সৌন্দর্যের অন্বেষণে মানুষ ছুটে বেড়ায় পৃথিবীর এপ্রান্ত থেকে ওপ্রান্ত। গড়ে তোলে তাজমহলের মতো সৌন্দর্যের দৃষ্টান্ত।
শারীরিক সৌন্দর্যের প্রতিও মানুষ সূক্ষ্ম দৃষ্টি রাখে। কীভাবে নিজেকে আরও একটু সুন্দর করে উপস্থাপন করা যায়, সেই চেষ্টায় সে সর্বদা সচেষ্ট। পোশাক–পরিচ্ছদের বাইরেও নিজের সৌন্দর্য বৃদ্ধিতে মানুষ বেছে নিয়েছে মুল্যবান ধাতু কিংবা পাথর।
সৌন্দর্যবর্ধনে মানুষ আশ্রয় নিয়েছে রঙেরও। প্রকৃতির কিংবা কৃত্রিম রঙে রানিয়ে নিয়েছে নিজেকে। কিন্তু এবার রঙের সঙ্গে ঘটেছে দামি পাথরের মিশেল।
নখের সৌন্দর্যে নেইলপলিশ। কিন্তু কখনো কখনো নখের সৌন্দর্য কিনতেই খালি হয়ে যেতে পারে ব্যাংক অ্যাকাউন্ট।
লস অ্যাঞ্জেলসের গয়না সংস্থা আজাটুর তৈরি করেছে ব্ল্যাক ডায়মন্ড নেইল কালার। এটি বহু মূল্যবান তৈরি করেছে। ২৬৭ ক্যারটের এই নেইল কালার মূল্য বাংলাদেশি টাকায় ১ কোটি ৭৬ লাখ টাকা। শুধু কালো বর্ণের নেইল কালারটির দামই পড়বে প্রায় এক কোটি টাকা। প্রতিষ্ঠানটির বলেছে, নেইল কালারের মধ্যে যদি হীরা মিশিয়ে দেওয়া যায়, তবে নখের সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে। নেইল কালারসহ ম্যানিকিউরের সেটের মূল্য ১ কোটি ৭৬ লাখ টাকা।
তবে দাম দেখে আঁতকে উঠছেন না ক্রেতারা, বরং বর্তমানে হট কেকের মতো বিক্রি হচ্ছে নেইল কালারটি।