skip to Main Content

বুলেটিন

বিউটি ওয়ার্ল্ড মিডল ইস্ট
২৭ থেকে ২৯ অক্টোবর দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে অনুষ্ঠিত হয় বিউটি ওয়ার্ল্ড মিডল ইস্টের এ বছরের আসর। তাতে অংশগ্রহণ ছিল ১৭৮টি দেশের আড়াই সহস্রাধিক এক্সিবিটরের। পুরো আয়োজনে ছিল ৮৫ হাজারের বেশি দর্শক। এর মধ্য দিয়ে দুবাই প্রমাণ করেছে, শহরটি এখন গ্লোবাল বিউটি ও ওয়েলনেস জগতে অতি গুরুত্বপূর্ণ। ফ্র্যাগরেন্স, স্কিন কেয়ার, বিউটি-টেক, প্যাকেজিং থেকে শুরু করে স্যালন এক্সেলেন্স ছিল এক ছাদের নিচে। ইভেন্ট ডিরেক্টর রবি রামচাঁদনি জানান, এবারের ম্যাজিক শুধু বিশাল আয়োজনে নয়; আন্তর্জাতিকভাবে নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টাও বটে। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ভারত, ইতালি, স্পেনের পাশাপাশি ভেনেজুয়েলা, ইকুয়েডর, মেক্সিকো, আর্জেন্টিনা, মলদোভা, কোস্টারিকার মতো নতুন মার্কেট থেকেও ভিজিটর বেড়েছে ব্যাপকভাবে। যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও ভারত থেকে দর্শক বেড়েছে যথাক্রমে ৬০, ৭০ ও ৫৩ শতাংশ, যা প্রমাণ করে মধ্যপ্রাচ্যের বিউটি ব্র্যান্ডের প্রতি গ্লোবাল আগ্রহ কতটা তুঙ্গে। ইভেন্টজুড়ে ছিল শক্তিশালী ব্যবসায়িক এনার্জি আর হাই-কোয়ালিটি এনগেজমেন্ট।

চায়নিজ ব্র্যান্ড লাংয়ে ফরাসি ল’রিয়েলের শেয়ার

নভেম্বরে ফরাসি মাল্টিন্যাশনাল পারসোনাল কেয়ার করপোরেশন ল’রিয়েল চীনের ক্লিন-বিউটি ব্র্যান্ড লাংয়ের একটি অংশ অধিগ্রহণ করেছে; যা ফাস্ট-গ্রোয়িং সি-বিউটি সেক্টরে তাদের দ্বিতীয় বড় ইনভেস্টমেন্ট। প্রথমটি সম্পন্ন হয় ২০১৯ সালে। বিউটি ইন্ডাস্ট্রি বিশেষজ্ঞদের মতে, ল’রিয়েলের এই বিনিয়োগ চীনের ক্লিন-বিউটি মার্কেটে তাদের উপস্থিতি বাড়ানোর কৌশলের অংশ। পার্টনারশিপে ল’রিয়েল পেল শক্তিশালী লোকাল ব্র্যান্ড এবং সেটির লয়াল কনজিউমার বেস; পাশাপাশি গ্লোবাল ট্রেন্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে সাসটেইনেবল, ক্লিন এবং সায়েন্স-বেসড পণ্য বাজারে আনার সুযোগ। এটি ল’রিয়েলকে লোকালাইজেশন, ইনোভেশন এবং সাংস্কৃতিকভাবে প্রাসঙ্গিক করে তুলবে। ক্রমবর্ধমান প্রতিযোগিতামূলক বাজারে ব্র্যান্ডটিকে গুরুত্বপূর্ণ করে তুলবে।

উইমেন ইন ফিল্ম ফেস অব দ্য ফিউচার অ্যাওয়ার্ড

২০০৬ সাল থেকে শুরু হওয়া ম্যাক্স মারা উইমেন ইন ফিল্ম ফেস অব দ্য ফিউচারের এবারের শো অনুষ্ঠিত হয় ৫ নভেম্বর। ইতালিয়ান ফ্যাশন লেবেল ম্যাক্স মারা এবং অলাভজনক প্রতিষ্ঠান উইমেন ইন ফিল্ম (ডব্লিউআইএফ) আয়োজক হিসেবে কাজ করে। শেষোক্তটি একটি অলাভজনক সংস্থা, যার লক্ষ্য হলিউডসহ পুরো স্ক্রিন ইন্ডাস্ট্রিতে নারীদের প্রতিনিধিত্ব, সুযোগ ও ক্ষমতায়ন বাড়ানো। চলতি বছর এই আয়োজন ২০ বছরে পদার্পণ করেছে। অ্যাওয়ার্ডটি সেই সব উঠতি অভিনেত্রীকে সেলিব্রেট করে, যারা ট্যালেন্ট, স্টাইল এবং অর্থবহ ইমপ্যাক্টের মিলন ঘটান। একটি ইন্টিমেট ককটেল পার্টি দিয়ে এবারের উৎসব শুরু হয়। হোস্ট ছিলেন ম্যাক্স মারা ফাউন্ডারের নাতনি ও বোর্ড মেম্বার মারিয়া জিউলিয়া প্রেজিওসো মারামোত্তি। এবারের অ্যাওয়ার্ড উঠেছে মার্কিন অভিনেত্রী মাউড অ্যাপাটোর হাতে।
 বিউটি ডেস্ক
ছবি: সংগ্রহ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top