সোমবার (১ ডিসেম্বর ২০২৫) যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির সিপ্রিয়ানি ওয়াল স্ট্রিটে অনুষ্ঠিত হলো গোথাম ফিল্ম অ্যান্ড মিডিয়া ইনস্টিটিউট আয়োজিত ৩৫তম বার্ষিক গোথাম ফিল্ম অ্যাওয়ার্ডস।

মার্কিন অভিনেত্রী চেজ ইনফিনিটি। ওয়্যারড্রোব: লুই ভিতোঁ। ছবি: গেটি ইমেজ
স্বভাবতই তাতে ছিল তারকাদের ঝলমলে উপস্থিতি। চূড়ান্ত বিজয়ীদের তালিকা জেনে নেওয়ার ফাঁকে ফাঁকে নজর বুলানো যাক বাছাইকৃত তথা সেরা লুকে।

ব্রিটিশ অভিনেত্রী ফেলিসিটি জোনস। ওয়্যারড্রোব: আরমানি প্রাইভ। ছবি: গেটি ইমেজ
গোথাম অ্যাওয়ার্ডস ২০২৫ বিজয়ী
বেস্ট ফিচার ফিল্ম: ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার

আমেরিকান অভিনেত্রী ও মডেল হাভানা রোজ লিও। ওয়্যারড্রোব: শিয়াপারেল্লি। ছবি: গেটি ইমেজ
বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম: ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট

আমেরিকান অভিনেত্রী জেনিফার লরেন্স। ওয়্যারড্রোব: ডিওর। ছবি: গেটি ইমেজ
বেস্ট ডকুমেন্টারি ফিচার: মাই আনডিজায়ারেবল ফ্রেন্ডস: পার্ট ওয়ান– লাস্ট এয়ার ইন মস্কো

আমেরিকান অভিনেত্রী ও ফিল্মমেকার ক্রিস্টেন স্টুয়ার্ট। ওয়্যারড্রোব: শ্যানেল। ছবি: গেটি ইমেজ
বেস্ট ডিরেক্টর: জাফর পানাহি [ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট]

নরওয়েজিয়ান অভিনেত্রী রেনেট রেইনভ। ওয়্যারড্রোব: লুই ভিতোঁ। ছবি: গেটি ইমেজ
ব্রেকথ্রু ডিরেক্টর: আকিনোলা ডেভিস জুনিয়র [মাই ফাদার’স শ্যাডো]

আমেরিকান অভিনেত্রী রিলে কিউ। ওয়্যারড্রোব: শ্যানেল। ছবি: গেটি ইমেজ
বেস্ট অরিজিনাল স্ক্রিনপ্লে: জাফর পানাহি [ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট]

আমেরিকান অভিনেত্রী টেসা থম্পসন। ওয়্যারড্রোব: শিয়াপারেল্লি। ছবি: গেটি ইমেজ
বেস্ট অ্যাডাপ্টেড স্ক্রিনপ্লে: পিলিয়ন [হ্যারি লাইটন]

আমেরিকান গায়িকা ও অভিনেত্রী টিয়ানা টেইলর। ওয়্যারড্রোব: শ্যানেল। ছবি: গেটি ইমেজ
আউটস্ট্যান্ডিং লিড পারফরম্যান্স: সোপ দিরিসু [মাই ফাদার’স শ্যাডো]

আমেরিকান অভিনেত্রী ও ফিল্ম প্রডিউসার জোই ডয়েচ। ওয়্যারড্রোব: প্রাদা। ছবি: গেটি ইমেজ
আউটস্ট্যান্ডিং সাপোর্টিং পারফরম্যান্স: ইয়ুনমি মোসাকু [সিনারস]
ব্রেকথ্রু পারফরমার: আবু সাংগারে [সুলেমান’স স্টোরি]
- ক্যানভাস অনলাইন
সূত্র: হলিউড রিপোর্টার্স, ভোগ ম্যাগাজিন

