১৬ ডিসেম্বর। মহান বিজয় দিবস। এ উপলক্ষে দেশের শীর্ষ ফ্যাশন ব্র্যান্ডগুলোর সম্মিলন ‘দেশীদশ’ আয়োজন করেছে বিশেষ বিজয় উৎসব; যেখানে রং, নকশা, ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধনে জেগে ওঠে স্বাধীনতার গভীর সুর।
আয়োজন সাজানো হয়েছে নিপুন, কে-ক্র্যাফট, অঞ্জন’স, রঙ বাংলাদেশ, বাংলার মেলা, সাদাকালো, দেশাল, নগরদোলা এবং সৃষ্টি– এই ব্র্যান্ডগুলোর দারুণ সংগ্রহে।

নিপুনের কোমল বুনন, কে-ক্র্যাফটের নকশার ভাষা, অঞ্জন’সের চিরন্তন কারুকাজ, রঙ বাংলাদেশের রঙিন স্পন্দন, বাংলার মেলার দেশজ বৈচিত্র্য, সাদাকালোর সরল নান্দনিকতা, দেশালের সুতোর গল্প, নগরদোলার নগরছাপ আর সৃষ্টির সৃজনী ছোঁয়া– সব মিলিয়ে দেশীদশের প্রতিটি আউটলেট পরিণত হয়েছে উৎসবমঞ্চে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এই বিশেষ কালেকশনে রয়েছে লাল-সবুজের আবেগ, ঐতিহ্যবাহী নকশা, আধুনিক কাটিং এবং দেশীয় কারুশিল্পের সমন্বয়। উদ্দেশ্য– বিজয়ের চেতনাকে ফ্যাশনের মাধ্যমে নতুন প্রজন্মের সামনে তুলে ধরা।

ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের তিনটি ঠিকানায় দেশীদশ প্রস্তুত করেছে এই বিজয় উৎসবের উজ্জ্বল আসর– ঢাকা: লেভেল-৪, ব্লক-বি, বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স; চট্টগ্রাম: ৫ম তলা, আফমী প্লাজা, বায়েজিদ বোস্তামী রোড; সিলেট: বীর বিক্রয় ইয়ামিন কমপ্লেক্স, কুমারপাড়া।
আউটলেটের পাশাপাশি অনলাইনেও উন্মুক্ত রয়েছে এই সংগ্রহ। দেশের যেকোনো প্রান্ত থেকে ঘরে বসেই, দেশীদশের অফিশিয়াল ফেসবুক পেজ www.facebook.com/deshidosh2009 দেখা যাবে।
- ক্যানভাস অনলাইন
ছবি: দেশীদশ-এর সৌজন্যে

