গুলশান সোসাইটি ও ফ্যাশন ডিজাইন কাউন্সিল অব বাংলাদেশের (এফডিসিবি) আয়োজনে রাজধানীর গুলশান লেক পার্কে শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫) অনুষ্ঠিত হয় ‘পৌষ উৎসব’। এর অন্যতম আকর্ষণীয় পর্ব ছিল ফ্যাশন শো। তাতে দেশের খ্যাতনামা ডিজাইনাদের ডিজাইন করা পোশাক প্রদর্শন করা হয়। এ ফ্যাশন শোতে কৃষ্ণচূড়া থিম নিয়ে অংশ নেন ফ্যাশন ডিজাইনার আবেদা খাতুন মিতুল। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

একটি কিউতে ছয়জন মডেল উপস্থাপন করেন মিতুলের ডিজাইন করা পোশাক। সব পোশাকই ছিল কৃষ্ণচূড়া থিমে। ছাই, সবুজ, নীল ইত্যাদি রঙের পটভূমিতে টকটকে লাল কৃষ্ণচূড়া ফুল দেখা গেছে।

অ্যাপ্লিকের কাজ করা হয়েছে মেশিন এমব্রয়ডারি দিয়ে। ফ্যাশন ডিজাইনার আবেদা খাতুন মিতুল বলেন, ‘আমি আমার কাজে সব সময় বাংলার প্রকৃতিকে তুলে ধরতে চাই। প্রকৃতি থেকে রং নিয়ে ফুটিয়ে তুলি আমার ডিজাইনে। সেই চেষ্টার অংশ হিসেবে কৃষ্ণচূড়া বেছে নিয়েছি। ফুলটি দারুণ রঙিন, যা সাধারণ পোশাককেও অসাধারণ করে তুলতে পারে।’

ফ্যাশন শোতে প্রদর্শিত শাড়িগুলো পাওয়া যাবে ‘সীবনী বাই মিতুল’ উদ্যোগে। এই পৌষ উৎসব আয়োজিত হয় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সৌজন্যে। সহযোগিতায় রাঁধুনি, বার্জার ও বাটা।
- ক্যানভাস অনলাইন
- কোরিওগ্রাফার: ইমরান আলি শিকদার
- ছবি: আবু-তালিব অর্ণব [আবেদা খাতুন মিতুলের সৌজন্যে]

