নখদর্পণ I ডট ডট অন নেইল
ক্ল্যাসিক পোলকা ডট দারুণভাবে ইন ট্রেন্ড। মিনিমাল থেকে ম্যাক্সিমাল—সব আছে সেখানে। ভীষণ ব্যস্ত ফ্যাশনিস্তাদের জন্য পারফেক্ট। কম সময়ে ইনস্টাগ্রাম রেডি
ফ্যাশন জগতে পুরোনো ট্রেন্ড ফিরে আসা নতুন কিছু নয়। বহু বছর পর আবার বেল বটম জনপ্রিয় হচ্ছে, সাদামাটা কুর্তি নতুনভাবে ফিরে আসছে, কিংবা শাড়িতে রেট্রো প্রিন্ট ট্রেন্ডিংয়ে। ঠিক সেভাবেই, একসময়কার ক্ল্যাসিক পোলকা ডট ট্রেন্ডিং হয়ে ফিরে এসেছে। শুধু পোশাকে নয়; এবার জায়গা করেছে নেইল আর্টে।
সদ্য সমাপ্ত বছরে করপোরেট অফিস থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়ার নখে শোভা পেয়েছে ছোট ছোট রঙিন ডট। সেই রেশের ঊর্ধ্বগতি চলমান। এই নেইল ট্রেন্ড এরই মধ্যে জনপ্রিয়তা পেয়েছে ইনস্টাগ্রাম ও ফেসবুক রিলসে। কেউ করছেন ক্ল্যাসিক সাদা ও কালো, কেউ মাইক্রো ক্রোম, কেউ আবার শুধু ছোট্ট ছোট্ট নীল ডট। সৌন্দর্যশিল্প দ্রুত বদলে যাচ্ছে। আগে যেখানে নেইল আর্ট ছিল সীমিত, শুধুই উৎসব বা বিশেষ অনুষ্ঠানে করা হতো; এখন সেটি হয়ে উঠেছে নিত্যদিনের। এই পুরো পরিবর্তনের মাঝে যে ট্রেন্ড আচমকা আলোচনার কেন্দ্রবিন্দুতে, সেটি পোলকা ডট নেইল।
নেইল আর্ট সাধারণত একটু সময়সাপেক্ষ। একটি জটিল ডিজাইন করতে দরকার বিশেষ সরঞ্জাম, সময় এবং অবশ্যই প্রিমিয়াম চার্জ। কিন্তু পোলকা ডট ডিজাইন এই সমীকরণকে একেবারে পাল্টে দিয়েছে। এটি এমন এক ডিজাইন, যা একজন স্কুল বা কলেজে পড়ুয়া মেয়েও পাঁচ মিনিটে করতে পারবেন; আবার কোনো পেশাদার শিল্পীও একে রঙিন নেইলপলিশ দিয়ে স্টাইলিশ করার সুযোগ পাবেন। এর জন্য বিশেষ যন্ত্রপাতির বালাই নেই বললে চলে। প্রয়োজন মাত্র দুটি রঙের নেইলপলিশ—একটি ববি পিন আর কয়েক মিনিটের ধৈর্য। এতেই তৈরি হতে পারে একটি আধুনিক, ক্যামেরা ফ্রেন্ডলি লুক। বাংলাদেশের মতো দেশে যেখানে বাজেট ফ্রেন্ডলি বিউটি চয়েস খুব গুরুত্বপূর্ণ, সেখানে পোলকা ডট ডিজাইন তরুণীদের কাছে একধরনের সহজ সমাধান। নেইল স্টুডিওতে না গিয়েও ঘরে বসে তৈরি করা যায় এত সুন্দর একটি সেট, যা জনপ্রিয়তার প্রথম বড় কারণ।
মিনিমাল থেকে ম্যাক্সিমাল
পোলকা ডট ট্রেন্ডের সবচেয়ে বড় শক্তি চলতি ধারার সঙ্গে খাপ খাওয়ানোর সক্ষমতা। মানুষের ভিন্ন ভিন্ন ব্যক্তিত্ব, জীবনধারা, পছন্দ—সবকিছুর সঙ্গে এই ডিজাইন মানিয়ে যায়। যেমন মিল্কি ন্যুড বেসের ওপর ক্ষুদ্র কালো ডট করে নেওয়া যেতে পারে; যা অফিস, টিউশনি বা ক্যাম্পাসের জন্য মানানসই। আবার চাইলে লাল, বেগুনি, নীল রঙিন বেসের ওপর বড় বা মিক্সড কালার ডট করা যেতে পারে, যা পার্টি, জন্মদিন, হ্যাংআউট বা উৎসবের জন্য দুর্দান্ত। এমনকি ঈদ, পয়লা বৈশাখ বা পিকনিক ডে—সব আয়োজনেই এটি সহজে ফ্যাশনের অংশ হতে সক্ষম।
সোশ্যাল মিডিয়ার কল্যাণে এখন বাইরের দেশের পছন্দের তারকা কীভাবে দৈনন্দিন সাজে নিজেকে সাজিয়ে তুলছেন—সব খবর পাওয়া যায় হাতের মুঠোয়। বলা যায়, এখনকার বিউটি ইন্ডাস্ট্রি গ্লোবাল। একজন আন্তর্জাতিক তারকার ছবি পোস্ট করার কয়েক ঘণ্টার মধ্যে তার প্রভাব পৌঁছে যায় স্থানীয় স্যালনে। হেইলি বিবার, ডুয়া লিপা, সাবরিনা কার্পেন্টার, সিডনি সুইনি প্রমুখের হাতে যখন দেখা যায় পোলকা ডট নেইল, তখন সেটি শুধু একটি নেইল ডিজাইন থাকে না; ফ্যাশনের ভাষায় হয়ে ওঠে একটি লুক। সৌন্দর্য অনুরাগীরা যেভাবে তাদের ফ্যাশন, মেকআপ, স্কিন কেয়ার কপি করেন; ঠিক সেভাবেই এবার এনেছেন নেইল ট্রেন্ডও।
বৈচিত্র্যে বিস্ময়
পোলকা নেইল আর্টের রয়েছে বেশ কিছু ডিজাইন। এখনকার ট্রেন্ডে যেগুলোর জয়জয়কার, আলো ফেলা যাক সেগুলোতে।
ক্ল্যাসিক সাদা-কালো
ইতিহাসে ক্ল্যাসিক কিছু ডিজাইন সব সময় ইন ট্রেন্ড; যেমন সাদা ও কালো। একটি পরিষ্কার সাদা বেসের ওপর ছড়িয়ে থাকা কালো ডট নখকে স্মার্ট, পরিচ্ছন্ন ও স্টাইলিশ লুক দেয়। এ এমন এক ডিজাইন, যা অফিসের নিয়মকানুন বা কলেজ-বিশ্ববিদ্যালয়ের ক্লাস, হ্যাংআউট—সব ক্ষেত্রে মানিয়ে যায়। এর সবচেয়ে বড় আকর্ষণ সহজলভ্যতা এবং যেকোনো বয়সী ও ব্যক্তিত্বের মানুষের সঙ্গে সুন্দরভাবে মানানসই হওয়া।
মাল্টিকালার সামার ডটস
নামেই বোঝা যায়, এটি অনেক রঙের সমাহার। গ্রীষ্মে যেমন নানা রং চারপাশে ছড়িয়ে থাকে, এই নেইল আর্টের ব্যাপারটিও তা-ই। এর জনপ্রিয় রংগুলোর মধ্যে রয়েছে লেমন, উজ্জ্বল নীল, উজ্জ্বল হলুদ, লাল প্রভৃতি। এই রঙিন সমাহার শুধু নখ সাজায় না; বরং গরমের আউটফিটের সঙ্গে সামঞ্জস্যও তৈরি করে; বিশেষ করে সমুদ্র-তীরবর্তী ট্যুর প্ল্যানে, পিকনিক বা বন্ধুদের সঙ্গে হ্যাংআউটে এই ডিজাইন এখন খুব কুল!
মাইক্রো ম্যাজিক
যারা অতিরিক্ত চকচকে কিছু পছন্দ করেন না, কিন্তু স্মার্ট লুক পেতে চান; তাদের জন্য মাইক্রো ডট প্রিটি পারফেক্ট। ন্যুড, গোলাপি, পিচ বা হালকা বেজ রঙের ওপর ক্ষুদ্র ক্ষুদ্র ডট নখকে মার্জিত করে। এই ডিজাইন মূলত শহরের পেশাদার নারীদের মধ্যে জনপ্রিয়, যারা অফিসে সাবলীলভাবে স্টাইল দেখাতে চান। মাইক্রো ডটের সবচেয়ে বড় শক্তি এর সূক্ষ্মতা; দেখতে যেমন কম জটিল, তেমনি নখকে আরও আকর্ষণীয় করে তোলে।
ফ্রেঞ্চ টিপ
নখের ওপর ছোট্ট একটি ডট; দেখতে সরল, কিন্তু স্টাইলিশ। গায়েহলুদ, হালকা পার্টি কিংবা বন্ধুর জন্মদিন—সব অনুষ্ঠানে এই ডিজাইন চাহিদার শীর্ষে।
দুই হাতে দুই রং
ডান হাতে একটি রং, বাঁ হাতে অন্য। ডান হাতে সাদা বেসে নীল ডট তো বাঁ হাতে নীল বেসে সাদা ডট—এই কনট্রাস্ট লুক বিশেষভাবে ইনস্টাগ্রামে ভাইরাল। জনপ্রিয়তা পাওয়ার বড় কারণ, এটি সহজে চোখে পড়ার মতো এবং যেকোনো আউটফিটের সঙ্গে মানানসই।
গ্লেজড ডোনাট
স্নিগ্ধ গোলাপি কিংবা পিচ বেসের ওপর রুপালি বা সাদা ডট; এটি বিশেষ করে জন্মদিন বা ফ্যাশন ফটোগ্রাফির জন্য উপযুক্ত।
মেটালিক মাস্তি
রাইনস্টোন ব্যবহারে তৈরি মেটালিক ডট নখকে পুরোপুরি জুয়েলারির মতো করে তোলে। বিয়ের অনুষ্ঠান, ঈদ বা বন্ধুদের পার্টিতে এই নেইল আর্ট অনেকটাই উপযুক্ত। চাইলে যোগ করা যেতে পারে পুঁতি, মুক্তা, মেটালের ছোট ছোট অনুষঙ্গ। যা হওয়া চাই গোলাকার; ডটের প্রতিচ্ছবি।
যেভাবে করা যায়
জনপ্রিয়তার মূল কারণ হলো সহজ, সাশ্রয়ী ও সৃজনশীল এই নকশা। হাতে নকশাটি করার প্রক্রিয়া অত্যন্ত সরল। প্রথমে যেকোনো একটি পছন্দের হালকা বেস কোট বসিয়ে এরপর ববি পিন, টুথপিক বা কলমের নিব হালকাভাবে ডুবিয়ে, নখে ছোট ছোট ডট তৈরি করা যেতে পারে। সব নখের ডিজাইন হয়ে গেলে স্বচ্ছ কোনো টপ কোট দেওয়া শ্রেয়; যেন নকশাটি দীর্ঘস্থায়ী ও চকচকে হয়। এই সহজ পদ্ধতিতে যে কেউ ঘরে বসে পোলকা ডট নখ বানাতে পারেন।
ফ্যাশন এখন দ্রুত বদলায়, আর আন্তর্জাতিক ট্রেন্ড এক দেশ থেকে অন্য দেশে সহজে ঢুকে পড়ে। যার উদাহরণ পোলকা নেইল আর্ট। সিনেমা দেখা, বন্ধুদের সঙ্গে আড্ডা, জন্মদিন কিংবা অফিসের মিটিং—সব ক্ষেত্রে এটি মানানসই, স্টাইলিশ ও নজরকাড়া। পোলকা ডট নখকে শুধু আর্ট নয়; বরং ফ্যাশনের ক্ল্যাসিক রিটার্নও বলা যায়। হঠাৎ এই পুরোনো স্টাইল ফিরে এসেছে নতুন প্রজন্মের হাতে, যেন নতুন রূপে।
উম্মে হানী
ছবি: সংগ্রহ
