কোনো জাদু নয়, মন্ত্রও নয়, বিজ্ঞানকে কাজে লাগিয়ে অদৃশ্য করে দেওয়া যাবে ত্রিমাত্রিক যেকোনো বস্তুকে। বিজ্ঞানীরা অনেক আগে থেকেই এ অসাধ্য সাধনের পেছনে লেগেছিলেন। অবশেষে তারা সফল হলেন এমন একটি উপায় বের করতে যা কি না অদৃশ্য করে দিতে পারবে যেকোনো বস্তুকে। এমনটাই দাবি করছেন কানাডীয় বিজ্ঞানী হোসে আজানা ও তার দল।
আজানা সংবাদমাধ্যমকে জানান, আমরা যখন কোনো বস্তু দেখতে পাই, তা হলো বস্তুটির গা থেকে আসা প্রতিফলিত আলো। এই গবেষণায় গবেষকেরা এমন একটি কাজ করতে চেয়েছেন, যেন আলো কোনো বস্তুতে পতিত হয়ে আর প্রতিফলিত না হয়। তার বদলে আলো বস্তুটি ভেদ করেই চলে যাবে। তারা এমন একটি আবরণ তৈরি করতে চাইছেন যা কোনো বস্তুর ওপরে লেপ্টে দিলে আলো আর প্রতিফলিত হতে পারবে না বরং আলো বস্তুটি ভেদ করে চলে যাবে।
আজানা আরও বলেন, কোনো সবুজ রঙের বস্তুকে অদৃশ্য করতে হলে প্রথমে সেই আচ্ছাদন আলোকে প্রথমে নীল রং ধারণ করতে হবে, যেন বস্তুটি ভেদ করে চলে যেতে পারে। তারপরে তা আবার সবুজে পরিণত হবে।
অন্য বিজ্ঞানীরা অবশ্য এর ভিন্ন প্রয়োগও দেখছেন। তারা জানিয়েছেন, ফাইবার অপটিক লাইন দিয়ে ডেটা ট্রান্সমিশন আরও সহজতর হবে এ প্রযুক্তির মাধ্যমে। গবেষক দলের সদস্য লুইস রোমেরো কোর্টেস জানিয়েছেন, তাদের উদ্দেশ্য, আলোকে বস্তুর মধ্য দিয়ে চালনা করা এবং এ কাজে প্রায় তারা সফলতার মুখ দেখে ফেলেছেন।