মুখ গহ্বরের পরিচ্ছন্নতার জন্য আমরা অনেকেই মাউথওয়াশ ব্যবহার করে থাকি। কিন্তু জানেন কি, মাউথওয়াশ ব্যবহারে রয়েছে ভয়ংকর স্বাস্থ্যঝুঁকি! এর ফলে হতে পারে ক্যানসার কিংবা হার্টঅ্যাটাক!
গবেষকেরা বলেন, যারা দিনে অনন্ত তিনবারের বেশি মাউথওয়াশ ব্যবহার করেন তাদের ক্ষেত্রেই ওরাল ক্যানসারে আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেক বেশি৷
জার্মানির বেরমেন ইনস্টিটিউট ফর প্রিভেনশন রিসার্চ অ্যান্ড সোশ্যাল মেডিসিনের অধ্যাপক উল্ফগ্যাঙ্গ আ্যাহরেন্স বলেছেন, অতিরিক্ত মাউথওয়াশ ব্যবহারের করলে মূলত ওরাল ক্যানসারে কোষের বৃদ্ধি হতে দেখা যায়। গবেষণায় আরও দেখা গেছে, মদজাতীয় দ্রবের থেকেও বেশি ক্ষতিকর হতে পারে মাউথওয়াশ৷ মদ সেবনের তুলনায় মাউথওয়াশ ব্যবহারে ওরাল ক্যানসারের আশঙ্কা বৃদ্ধি পায় ২৬ শতাংশ!
গবেষকরা বলেছেন, মাউথওয়াশগুলো ক্ষতিকর ব্যাকটেরিয়ার সঙ্গে রক্তজালিকাকে শিথিলকারী ব্যাকটেরিয়াগুলোও মেরে ফেলে৷
লন্ডন বিশ্ববিদ্যালয়ের কুইন ম্যারির অধ্যাপক অমৃতা আলুওয়ালিয়া বলেছেন, মাউথওয়াশ শরীরের জন্য ভয়াল ব্যাকটেরিয়াগুলো মেরে ফেলে রক্তচাপের মাত্রা বাড়িয়ে দেয়৷ ফলে হার্টের রোগ বা স্ট্রোক হওয়ার ঝুঁকিও বৃদ্ধি পায়৷ তিনি আরও বলেন, মাড়ি বা দাঁতের ইনফেকশনের ক্ষেত্রে যে অ্যান্টিসেপটিক মাউথওয়াশ ব্যবহৃত হয়, সেগুলো আরও বেশি পরিমাণে ক্ষতিকর৷