সাদাকালোর নতুন প্রয়াস বিয়ন্ড সাদাকালো। ২০০২ সালে সাদাকালোর যাত্রা শুরু দুটি রঙের মধ্য দিয়ে। তার স্বতন্ত্রতা ও সুরুচিপূর্ণতা প্রতিষ্ঠা করার মাধ্যমে দেশের ফ্যাশন-সচেতন মানুষের হৃদয় জয় করে। এখন সাদাকালো শহুরে গ্রাহকদের কাছে একটি পরিবারের নাম হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। দেশীয় পোশাকের বাজার সম্প্রসারণে স্বকীয়তায় স্বাতন্ত্র্য এমন নয়টি প্রতিষ্ঠানের সঙ্গে একত্রে মিলিত হয়ে ২০০৮ সালে গড়ে তোলে একটি প্ল্যাটফর্ম, যা দেশী দশ নামে পরিচিতি পায়। দেশের নানা প্রান্তে সাদাকালো দেশী দশের সঙ্গে কাজ করছে। ২০১৮ সালে দেশী দশের সদস্যরা তাদের স্বাভাবিক শৈলী থেকে ভিন্ন কিছু যোগ করে তাদের নতুন ব্র্যান্ড প্রসারের সিদ্ধান্ত নেয়। দেশী দশের ছাদের নিচের প্রতিটি সদস্য এই নতুন ব্র্যান্ড চালু করে। সাদাকালো প্রথমবারের মতো তাদের নিজস্ব রঙের বাইরে অন্য রঙ নিয়ে কাজ করে নতুন মাত্রায় নতুন পোশাকের লাইনআপ তৈরি করে। যার নাম দেওয়া হয় বিয়ন্ড সাদাকালো। সাদাকালোর একই ডিজাইনার প্যানেল নতুন এই বর্ণিল যাত্রায় ক্রেতাদের স্বাগত জানায় বিয়ন্ড সাদাকালোতে।
উল্লেখ্য, দেশী দশের অন্য ৯টি ফ্যাশন হাউজের কো-ব্র্যান্ডগুলোর নাম হচ্ছে, নিপুণের নতুন কো-ব্র্যান্ড মাকু, কে ক্রাফটের ইয়াংকে, অঞ্জন’স-এর আর্ট অব ব্লু, রঙ বাংলাদেশের ওয়েস্ট রঙ, বাংলার মেলার বাংলা হাট, বিবিআনার বালিকাবেলা, দেশালের এসেন্স অব দেশাল, নগরদোলার হ্যান্ডটাচ এবং সৃষ্টির প্রিন্ট ক্রাফট।