মানুষমাত্রই সৌন্দর্যের পূজারি। সুন্দরকে খুঁজে বের করতে মানুষের নানান কর্মযজ্ঞ। এমনকি সুন্দর খুঁজে বের করতে মানুষ আশ্রয় নিয়েছে প্রতিযোগিতারও। তারই ধারাবাহিকতায় আবারও শুরু হচ্ছে বিশ্বসুন্দরী খোঁজার আয়োজন। এবারের আসরেও অংশ নেবে বাংলাদেশ। মূল আসরে অংশগ্রহণকারীকে খুঁজে বের করতে অনুষ্ঠিত হচ্ছে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮’। আজ ১৬ সেপ্টেম্বর থেকে এটি শুরু হবে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছে অন্তর শোবিজ। চলতি মাসের শেষ সপ্তাহে বিজয়ীকে মিস ওয়ার্ল্ডের চূড়ান্ত পর্বে পাঠানো হবে।
অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী বলেন, ‘এখন নির্বাচনী সময়। তাই আমাদের আয়োজন করতে একটু দেরি হয়ে গেল। সেপ্টেম্বরের মধ্যেই মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় নাম পাঠাতে হয়। তাই আমরা এবারের আয়োজন ১৬ থেকে ২৪ তারিখের মধ্যে সম্পন্ন করতে চাই।’ এ বিষয়ে শিগগিরই সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে বলে জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, গত বছরের ১৮ নভেম্বর চীনের সানাইয়ায় অনুষ্ঠিত হয়েছিল মিস ওয়ার্ল্ডের ৬৭তম আসর। সেই আসরে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেন জেসিয়া ইসলাম। মূল আসরে সেরা ৪০ পর্যন্ত পৌঁছেছিলেন তিনি। শেষমেশ সেই আসরে বিশ্বসুন্দরীর মুকুট মাথায় তোলেন ভারতের হরিয়ানার মেয়ে মানুষী ছিল্লর।