বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর অফিশিয়াল নতুন জার্সিতে মুগ্ধ দেশ। বাংলাদেশ পুরুষ জাতীয় ফুটবল দলের নতুন জার্সির (অ্যাওয়ে) নকশা করেছেন তাসমিত আফিয়াত আর্নি; তাতে উজ্জ্বল লালে জলের গল্প ছড়ানো।
জাতীয় পতাকা থেকেই সাধারণত প্রাণীত হয় জার্সি। অ্যাওয়ে জার্সির নকশার ব্যাখ্যায় আর্নি বলেন, ‘লাল আর সবুজে বেশ কয়েকটি দেশের জার্সি ইতোমধ্যে তৈরি হয়েছে। এর কারণ, কয়েকটি দেশের পতাকাতেই বিশেষভাবে পষ্ট হয়েছে এই দুই রং। বিশাল মাঠে যখন খেলা হয়, তখন দূর থেকে সবার পক্ষে পার্থক্য করা সম্ভব হয় না। খেলা উপভোগ তখন খানিকটা কঠিন হয়ে পড়ে। এ বিষয় মাথায় রেখেছি পরিকল্পনার সময়ে। পতাকার লাল সূর্য থেকেই প্রাণিত লাল রং। আবার একই সঙ্গে আমাদের মানচিত্রে চোখ রাখলে নদীতে চোখ আটকে যায় মুহূর্তেই। নদীমাতৃক দেশের পরিচয় পাওয়া যায় এখানেই।’

তাসমিত আফিয়াত আর্নি
‘বাংলাদেশের মানচিত্র দেখে সেই অনুযায়ী মোটিফেই আমি তুলে এনেছি জার্সির ক্যানভাসে। আর দুই হাতায় আমাদের জাতীয় ফুল শাপলা থেকে মোটিফ খুঁজে এনেছি। শাপলার কলি আর পাপড়ি থেকে খুঁজে নিয়েছি ডায়মন্ড শেইপ নকশা। জ্যামিতিক মোটিফের প্রতি ছেলেদের জোর আগ্রহ আছে বলে আমার মনে হয়েছে। সে অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এই সিদ্ধান্ত নিয়েছি। কারণ এটি এ দেশের ছেলেদের ফুটবল দলের জন্যে তৈরি’– যোগ করেন তিনি।
জার্সিতে মোটমাট দুটো লোগোর উপস্থিতি আছে। একটি বাফুফের অফিশিয়াল লোগো; অন্যটি বাংলাদেশি অ্যাথলেজার ওয়্যার ব্র্যান্ড ‘দৌড়’-এর লোগো।
- সারাহ্/ ক্যানভাস অনলাইন
ছবি: তাসমিত আফিয়াত আর্নি’র সৌজন্যে