ঈদের পুরো দিনকে কয়েকটি ভাগে ভাগ করে তৈরি হন অনেকেই। সকাল সকাল শাড়ি বেছে নেওয়ার শখ আছে, এমন মানুষের সংখ্যা নগন্য নয়। আপনিও যদি সেই তালিকার হয়ে থাকেন, তাহলে শাড়ি কোনটি পরবেন, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এটাই উপযুক্ত সময়।
চৈত্র মাসে এবারের ঈদ। তাই তাপমাত্রাকে ভাবনায় রাখতেই হচ্ছে। সুতি আর সিল্ক এ সময়ের জন্যে আরামদায়ক হবে। আর রঙের ক্ষেত্রে কালার প্যালেট থেকে তুলনামূলক হালকা রং বেছে নেওয়া যেতে পারে। প্যাস্টেলের যেকোনো শেড উপযুক্ত।
অলংকরণের আধিক্য নয়। পরিমিত নকশায় স্নিগ্ধতা এ সময়টায় মানাবে।
ব্লাউজের ক্ষেত্রেও সরল নকশা বেছে নেওয়া যেতে পারে। তাহলে ব্যস্ত সময় অস্বস্তিতে কাটবে না। পাওয়া যাবে আরাম।
- সারাহ্/ক্যানভাস অনলাইন
ওয়্যারড্রোব ও ছবি: কে ক্র্যাফট