বয়স রুখতে বোটক্স কিংবা ফিলারের বদলে ব্যবহার করা যেতে পারে প্রাকৃতিক উপাদান। বয়সের দাগছোপ যেমন বলিরেখা, পিগমেন্টেশন কমাতে। সম্প্রতি কোরিয়ান একটি সিক্রেট জেল তৈরির উপায় ভাইরাল হয়েছে বিশ্বজুড়ে। বাসায় বসেই তৈরি করা এই জেলের নিয়মানুগ ব্যবহার ত্বককে রাখবে তরুণ। এমনটাই দাবি করা হচ্ছে।
জেল তৈরির জন্য লাগবে এক টেবিল চামচ বেকিং সোডা, অর্ধেক টেবিল চামচ মধু আর এক ফোঁটা ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল। প্রথমে বেকিং সোডা আর মধু মিশিয়ে নিতে হবে ভালো করে। পেস্টের মতো তৈরি হলে এতে দিয়ে দিতে হবে ল্যাভেন্ডার অয়েল। মুখের উপর উষ্ণ একটা ওয়াশক্লথ রাখতে হবে মিনিটখানেকের জন্য। এতে লোমকূপ খুলে যাবে। তারপর মুখে মিশ্রণটি মাখিয়ে হালকা হাতে ঘষে নিতে হবে। সার্কুলার মোশনে। এভাবে তিন থেকে পাঁচ মিনিট ঘষার পর হালকা গরম পানি দিয়ে ভালো করে মুখ ধুয়ে নিতে হবে। তারপর মুখে গোলাপজল ছিটিয়ে নিন। স্ক্রাবটি ব্যবহারের পর হালকা লাল হয়ে যেতে পারে ত্বক। তাই সপ্তাহে এই স্ক্রাব এক থেকে দুবারের বেশি ব্যবহার না করাই ভালো।