কসমেটিক, স্কিন কেয়ার এবং পারফিউম প্রস্তুতকারী ব্রিটিশ প্রতিষ্ঠান বডি শপ। প্রথমবারের মতো বাংলাদেশে প্রতিষ্ঠানটি পথচলা শুরু করতে যাচ্ছে। আগামীকাল ১২ অক্টোবর রাজধানীর বসুন্ধরায় যমুনা ফিউচার পার্কে উদ্বোধন করা হবে ব্র্যান্ডটির প্রথম আউটলেট। ১৯৭৬ সালে ডেম আনিতা রড্ডিক বডি শপ প্রতিষ্ঠা করেন। বর্তমানে বিশ্বের ৬৬টি দেশে তিন হাজারের বেশি ফ্রাঞ্চাইজির মাধ্যমে তাদের পণ্য ক্রেতাদের কাছে পৌঁছে দিচ্ছে। প্রতিষ্ঠানটির এক হাজারের বেশি রকমের প্রসাধনসামগ্রী রয়েছে।
Related Projects
স্টার সিনেপ্লেক্সে পাপ ও প্রতিশোধের ভয়ঙ্কর গল্প
- November 2, 2025
‘কিতাব সিজ্জিন দান ইল্লিয়িন’ ফিল্মের কেন্দ্রীয় চরিত্র ইউলি নামের এক যুবতি, যার জীবন শুরু থেকেই বেদনা ও অন্যায়ের সঙ্গে জড়িত

