skip to Main Content

একঝলক

সাফল্যের পথে শত জয়িতা

এপেক্স ফুটওয়্যার গত ২৬ নভেম্বর গুলশানে সিক্স সিজনস হোটেলে ‘সাফল্যের পথে শত জয়িতা’ শিরোনামে এক অনুষ্ঠানের আয়োজন করে। প্রতিষ্ঠানটি তাদের রিটেইল স্টোরে ১০০ জন নারী বিক্রয়কর্মী নিয়োগের লক্ষ্যমাত্রা পূরণ এবং কর্মক্ষেত্রে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যেই এই আয়োজন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন এপেক্স ফুটওয়্যার লিমিটেডের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী এবং ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন ২০১৬ সালে সাফ গেমসে ভারোত্তোলনে স্বর্ণপদক বিজয়ী মাবিয়া আক্তার সীমান্ত। কাজের সফলতার স্বীকৃতিস্বরূপ এপেক্স ফুটওয়্যার লিমিটেডের পক্ষ থেকে বিভিন্ন পর্যায়ের নারী বিক্রয়কর্মীদের পদক দেওয়া হয়।

শিশিরের অজানা গল্প

কুমারিকা ন্যাচারাল ফেসবুক পেজে কুমারিকা সাবানের ব্র্যান্ড অ্যাম্বাস্যাডার উম্মে আহমেদ শিশিরকে সেরা প্রশ্ন করে কুমারিকার ‘শিশিরের অজানা গল্প’ ক্যাম্পেইনে বিজয়ীরা রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে শিশিরের সঙ্গে ডিনারে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যাম্পেইনের ৫ জন বিজয়ী ও কুমারিকার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

রাইজের পঞ্চম শোরুম

রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের পঞ্চম শোরুমের উদ্বোধন করল ফ্যাশন ব্র্যান্ড রাইজ। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে আয়োজন করা হয় ফ্যাশন শো। লাইফস্টাইল ব্র্যান্ড রাইজ দেশের প্রথম স্ট্রিট ওয়্যার প্রধান ব্র্যান্ড, যাদের মূল উদ্দেশ্য দেশীয় বাজারে স্ট্রিট ওয়্যারকে আরও সমৃদ্ধ করে তোলা। ফ্যাশন শো অনুষ্ঠানের শুরুতে ব্র্যান্ডটির প্রধান নির্বাহী ফাহিম জানান, রাইজ বাংলাদেশের প্রথম স্ট্রিট ওয়্যার ফোকাসড ব্র্যান্ড। স্ট্রিট ওয়্যার নিয়ে তার কাজ করার ইচ্ছা অনেক আগের।
রাইজের এই ফ্যাশন শো ছিল স্ট্রিট ওয়্যার বেসড। শোর শুরুতে দেশীয় ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা রেখে র‌্যাম্পে প্রদর্শিত হয় মেয়েদের কিছু ফিউশন কুর্তা ও কামিজ। যা সাধারণ কুর্তা-কামিজের গতানুগতিক ধারা থেকে একটু আলাদা।

বসুন্ধরায় এপেক্সের নতুন আউটলেট

বসুন্ধরা সিটি শপিং মলে নতুন আউটলেট উদ্বোধন করেছে এপেক্স। ক্রেতাদের স্বাচ্ছন্দ্য এবং শপিং এক্সপেরিয়েন্সকে আরও উন্নত করার কথা মাথায় রেখে শোরুমটি ডিজাইন করা হয়েছে। এটি ২২ হাজার বর্গফুট জায়গাজুড়ে অবস্থিত। এ স্টোরে এপেক্সের ৯টি ইনহাউস এবং ৪টি আন্তর্জাতিক ব্র্যান্ডের জুতা, স্যান্ডেল ও অ্যাকসেসরিজ রয়েছে।
১৩ ডিসেম্বর বৃহস্পতিবার স্টোরটি উদ্বোধন করেন এপেক্স গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী। সে সময় উপস্থিত ছিলেন এপেক্স ফুটওয়্যার লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ নাসিম মঞ্জুর, চিফ এক্সিকিউটিভ অফিসার রাজন পিল্লাই এবং চিফ অপারেটিং অফিসার সুদর্শন রেড্ডি। অন্যান্য সিনিয়র অফিশিয়াল এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরাও উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top