একঝলক
স্টেলার বার্ষিক বিক্রয় প্রতিনিধি সম্মেলন
আবুল খায়ের সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বার্ষিক বিক্রয় প্রতিনিধি সম্মেলন সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। ‘বিজনেস রেজাল্টস রিভিউ অ্যান্ড স্ট্র্যাটেজিক গাইডলাইন ২০১৯’ শীর্ষক এই অনুষ্ঠানে সারা দেশ থেকে প্রতিষ্ঠানটির শতাধিক বিপণন কর্মকর্তা অংশ নেন। যেখানে ব্যবসায়ের বিগত বছরের সার্বিক পর্যালোচনা এবং নতুন বছরের পরিকল্পনা তুলে ধরা হয়। ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্সে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আবুল খায়ের সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এজিএম মো. আবু কাউছার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপব্যবস্থাপক মো. মোখলেসুর রহমান, উপব্যবস্থাপক মো. মাতলুবুর রহমান এবং ব্র্যান্ড বিভাগের সহকারী ব্যবস্থাপক মো. আল আমিন রনি। এ সময় সেরা বিক্রয়কর্মীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
পোশাকে মুখর ফাল্গুন
ঋতুরাজ বসন্ত আসে ফুলের সৌরভ নিয়ে। আর কদিন পরেই সেই মাহেন্দ্রক্ষণ। বাঙালি মুখিয়ে থাকে এই দিনটির জন্য। মানে, পয়লা ফাল্গুন উদ্যাপনের প্রতীক্ষায়। আর এমন একটি দিনে প্রিয় মানুষের সঙ্গ দেয় অনাবিল আনন্দ। এই উদ্যাপন নতুন পোশাক ছাড়া অসম্পূর্ণ। তাই বাংলাদেশের শীর্ষ ফ্যাশন হাউজ রঙ বাংলাদেশ সাজিয়েছে বিশেষ ফাল্গুন সংগ্রহ। হলুদ, বাসন্তী, গোল্ডেন, সবুজ ও নীল রঙে উজ্জ্বল হয়েছে ফাল্গুনের পোশাক কালেকশন। মূলত ট্র্র্যাডিশনাল পোশাকই থাকছে এই কালেকশনে। আর রয়েছে ফিউশনের নান্দনিক মিশেল। পোশাকের নকশাকে ফুটিয়ে তোলা হয়েছে নানা ভ্যালু অ্যাডেড মিডিয়ার ব্যবহারে। এগুলোর মধ্যে রয়েছে স্ক্রিন প্রিন্ট, ব্লক প্রিন্ট, এমব্রয়ডারি, হাতের কাজ, গ্লাসওয়ার্ক, কারচুপি ইত্যাদি। কালেকশনে মেয়েদের পোশাক হিসেবে থাকছে শাড়ি, সালোয়ার-কামিজ, সিঙ্গেল কামিজ, স্কাট সেট, টপস, আনস্টিচ, কুর্তা, সিঙ্গেল পালাজো, সিঙ্গেল ওড়না, ব্লাউজ। ছেলেদের জন্য রয়েছে পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট, কাতুয়া। কালেকশনটিতে ছোটদের জন্যও রয়েছে বিশেষ আয়োজন- সালোয়ার-কামিজ, সিঙ্গেল কামিজ, ফ্রক, পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট, কাতুয়া ইত্যাদি। এ ছাড়া যুগল ও পরিবারের সবার জন্য থাকছে একই থিমের পোশাক।
ফ্রেশ-আগোরা নিউ ইয়ার কার্নিভ্যাল ২০১৯
নতুন বছর উপলক্ষে রাজধানী ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের আগোরা সুপারশপের সব আউটলেটে শুরু হয়েছে ‘ফ্রেশ-আগোরা নিউ ইয়ার কার্নিভ্যাল ২০১৯’ ক্যাম্পেইন। এতে সব ভোক্তাসাধারণের জন্য মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ফ্রেশ এবং নাম্বার ওয়ান ব্র্যান্ডের কনজ্যুমার পণ্যগুলোর ওপর রয়েছে বিশেষ মূল্যছাড় এবং আকর্ষণীয় অফার। ফ্রেশের ব্র্যান্ড অ্যাম্বাস্যাডার ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার তামিম ইকবাল আগোরার গুলশান আউটলেটে এই ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ২০ জানুয়ারি। এ সময় উপস্থিত ছিলেন মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের নির্বাহী পরিচালক আসিফ ইকবাল, এস এম মুজিবুর রহমান এবং রহিমআফরোজ সুপারস্টোরস লিমিটেডের সিইও ফারহাদ এফ আহমেদ, হেড অব কমার্শিয়াল খন্দকার নূর-এ-বোরহান, হেড অব মার্কেটিং মিফতা নাঈম হুদাসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা। ক্যাম্পেইন চলছে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত।
ঘুরে বেড়ানোর পোশাক
হালকা শীত, ছুটির আমেজ, নতুন বছরে নতুন লক্ষ্যে নামার আগে বেড়াতে তো যেতেই হবে। মন তো তৈরি, অনুষঙ্গ তৈরি আছে কি না যাচাই করে নিন। সারা দিন ঘুরে বেড়ানো, এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য আরামদায়ক পোশাক চাই-ই চাই। কিন্তু পোশাকটি হতে হবে ফ্যাশনেবল ও ট্রেন্ডি। তাই কে ক্র্যাফট এই আয়োজনে এনেছে হালকা শীতে পরার মতো ট্রেন্ডি টপস, পঞ্চ, হুডি জ্যাকেট, টি-শার্ট, শার্ট, ডেনিম শার্ট। ট্রেন্ডি ও আরামদায়ক এসব পোশাক সহজেই মানিয়ে যাবে নানা পরিবেশে। শুধু তা-ই নয়, বেড়াতে যাওয়ার অনুষঙ্গ শুধু পোশাক নয়, চাই আরামদায়ক ব্যাগও। যা হওয়া চাই মানানসই। এ ছাড়া স্টাইলিশ স্কার্ফ, মাফলার হওয়া উচিত এই সময়ের সঙ্গী। এ সবকিছুই পাওয়া যাবে কে ক্র্যাফট-এর এই আয়োজনে।