লুকস I কুল কাটস্
এবারের উৎসব সামারে, তাই স্টাইলিংয়ের সঙ্গে আরামও চাই। অতিরিক্ত আড়ম্বর এড়িয়ে অনায়াসে সুন্দর হয়ে ওঠার জন্য সিজনের সেরা তিনটি হেয়ারস্টাইল। সুন্দর আর সাহসী। কিন্তু লুক পাল্টে যেকোনো আয়োজনের শো স্টিলার করে তুলতে যথেষ্ট
বব বন্দনা
শুরুটা ১৯২০ তে। সাহসিকতার প্রকাশ হিসেবে সুপরিচিত হয়ে ওঠে বব। তারপর থেকে আজ অব্দি নানা রূপে শোভা পাচ্ছে এ হেয়ারকাট। বছর ঘুরতে বদলে যাচ্ছে রূপ। গেল বছরে পছন্দের তালিকার শীর্ষে থাকা লং বব বদলেছে এ বছর। কাঁধ ছেড়ে উপরে উঠে গেছে আরও। ব্লান্ট, অ্যাঙ্গুলার আর অ্যাসিমেট্রিক ববের জনপ্রিয়তা বাড়ছে। স্টাইলিশ তো বটেই, আরামেও বিশ্বস্ত। চুল ঘন দেখাতেও দারুণ। সোজা চুলের জন্য এ স্টাইল একদম পারফেক্ট। করে নেওয়া যাবে অনায়াসেই। কিন্তু যাদের চুল কোঁকড়া, তারা কাটার আগে ভেবে নিন। তবে সবচেয়ে ভালো হয় আগে থেকে প্রস্তুতি নেওয়া। পছন্দের ববের ছবি নিয়ে যেতে পারেন স্টাইলিস্টের কাছে। পরামর্শমাফিক পছন্দসইটা বেছে নিয়ে তারপর করে নিন হেয়ারকাট। আর হাতের কাছে রাখা চাই হেয়ার স্প্রে। চটজলদি হেয়ারস্টাইলিংয়ের জন্য।
মডেল: জাহেরা
সত্তরের শ্যাগ
সনাতনের সমকালীন রূপ। তবে নতুন টুইস্টসমেত। শ্যাগে যোগ হচ্ছে ফেস স্লিমিং লেয়ার। চুল এমনভাবে লেয়ার করে নেওয়া হচ্ছে, যেন চওড়া মুখটাও চাপা দেখায়। আর সামনের চুল কেটে নিতে হবে পিকাবু কিংবা বেবি ব্যাংগসে। তবে শুধু চুল কাটলেই হবে না, যত্ন জরুরি। শ্যাগ কাটা ভেজা চুলে অ্যান্টি ফ্রিজ ট্রিটমেন্ট ক্রিম ব্যবহারের পরামর্শ থাকলো। চুলের মসৃণতা বজায় রাখার জন্য। আর স্টাইলিংয়ের ক্ষেত্রে স্ট্রেইটনিং আয়রনই সেরা। সুপার স্লিক ফিনিশের জন্য। আর স্ট্রেইট করে নেওয়ার পর শাইন সেরাম মাস্ট। মাসে একবার স্যালনে গিয়ে কেরাটিন ট্রিটমেন্ট করিয়ে নেওয়া জরুরি। চুলের মসৃণতা বজায় থাকবে। সেট হয়ে থাকবে। আর হেয়ার কিটে সব সময় লিভ ইন সেরাম রাখা চাই।
মডেল: মাইশা
লাগসই লংলেয়ার
চুল নিয়ে খুব বেশি পরীক্ষা-নিরীক্ষা যাদের পছন্দ নয়, তাদের জন্য সময়ের সেরা ট্রেন্ড এটি। লংলেয়ার লেন্থ লেয়ার। মানিয়ে যায় যেকোনো ধরনের ফেস শেপে। চুল ঘন হোক কিংবা পাতলা, সঙ্গে যদি যোগ করে নেওয়া যায় ফেস ফ্রেমিং লেয়ার— তাহলে তো কেয়াবাত! তবে তা হওয়া চাই চেহারার বাঁকগুলো বুঝে। এতে চুলে যোগ হবে বাড়তি ভলিউম আর টেক্সচার। তবে যত্ন চাই নিয়মিত। ছেঁটে নিতে হবে নির্দিষ্ট সময়ান্তে। ব্যবহার করতে হবে হেয়ার স্ট্রেদেনিং হেয়ার কেয়ার রেঞ্জ। স্টাইলিংয়ের সময় ব্যবহার করা চাই ভলিউমনাইজিং মুজ অথবা রুট লিফট স্প্রে। তারপর ব্লো ড্রাই করে নিলেই দেখাবে জাদুকরি।
মডেল: রাহা
জাহেরা শিরীন
মেকওভার ও হেয়ারকাট: পারসোনা
ছবি: সৈয়দ অয়ন