ফুড I চুইংগামের ওপর যত নিষেধাজ্ঞা
চুইংগাম চুলে লেগেছে কখনো? একবার লাগলে তোলা বেশ কঠিন। তা ছাড়া অনুন্নত কিছু দেশে এই খাবার নিয়ে বেশ বিড়ম্বনায় পড়তে হয় নাগরিকদের। দুষ্টু লোকেরা পাবলিক স্পেসে বসার জায়গায় হয়তো চুইংগাম ফেলে রাখে। ফলে অসতর্ক হয়ে সেখানে বসলেই ঘটে বিপত্তি। তা ছাড়া রাস্তায় পড়ে থাকা চুইংগাম জুতায় লাগলে তো সর্বনাশ। চুইংগামের এসব খারাপ দিক বিবেচনা করে কোনো কোনো দেশ খাবারটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। শুধু খাওয়া নয়, কেনাবেচা করলেও হতে পারে বড় অঙ্কের জরিমানা। যেমন ২০১৮ সালে এই খাবারের বেচাকেনা নিষিদ্ধ করা হয় সিঙ্গাপুরে। পরিচ্ছন্নতা বজায় রাখার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নিষেধাজ্ঞা ভঙ্গের জরিমানার অঙ্কও বেশি। চুইংগাম বিক্রির জরিমানা ১ লাখ ডলার ধরা হয়েছিল। ১৯৯২ সাল থেকেই দেশটিতে এই আইন প্রচলিত। তখন থেকেই এটি কেনাবেচা ও খাওয়া নিষিদ্ধ।
করোনাকালীনও নিষেধাজ্ঞার তোপে পড়তে হয়েছে চুইংগামকে। এই নিষেধ কার্যকর ছিল ৩০ জুন ২০২০ পর্যন্তই। করোনা সংক্রমণ এড়াতে হিমাচল প্রদেশ এবং হরিয়ানায় চুইংগাম নিষিদ্ধ ছিল।
এ ছাড়া দীর্ঘদিন ধরে রাতের বেলায় চুইংগাম চিবানোতে একরকম পরোক্ষ নিষেধাজ্ঞা আছে তুরস্কে। দেশটির অনেক নাগরিক ভাবেন, রাতে চুইংগাম চিবানোর মানে নাকি মানুষের মাংস চিবানো! দীর্ঘদিন ধরেই এই কুসংস্কার চলে আসছে দেশটিতে। তবে এই কুসংস্কারের গোড়ার কথা কী, তা অজানা।