skip to Main Content

স্ক্যাল্পের সুস্থতা

মাথার ত্বক নিয়ে চিন্তায় পড়েছেন? সহজ সমাধান রইল সুস্থ স্ক্যাল্পের জন্য।
❙ প্রচুর পানি পান করুন।
❙ মাথার ত্বকের পিএইচ লেভেলের ভারসাম্য বজায় রাখুন।
❙ সুস্থ স্ক্যাল্পের জন্য লাইফস্টাইলও সুস্থ হওয়া চাই।
❙ কোমল স্ক্যাল্প স্ক্রাব দিয়ে স্ক্যাল্প এক্সফোলিয়েট করুন সপ্তাহে একবার।
❙ ওভার ওয়াশ অর্থাৎ বেশি ঘষামাজা করা যাবে না স্ক্যাল্প।
❙ খেয়াল রাখুন কোনটি ব্যবহারে স্ক্যাল্প কিভাবে প্রভাবিত হয়। স্ক্যাল্পের প্রয়োজন বোঝার চেষ্টা করুন।
❙ যতœ শুরুর আগে স্ক্যাল্পের ধরণ অর্থাৎ তেলে না শুষ্ক তা বুঝে নিন।
❙ স্ক্যাল্প মাসাজ করুন নিয়মিত। এর ফলে রক্ত চলাচল উদ্দীপ্ত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top