বিউটি সার্ভিস I নেক ফেশিয়াল
নতুন নকশার হার বা হোক তা সাধের সরু চেইন- জড়ানো হবে গলায়। তবে যদি তা দাগছোপযুক্ত হয়, তাহলে পুরো সাজটাই মাটি। মুখ বা হাতের ত্বকের উজ্জ্বলতার কাছে গলা যদি তামাটে দেখায়, বুঝতে হবে অযত্ন হচ্ছে শরীরের এই অংশের। যার ছাপ চোখে পড়বে গয়না বা ডিপ নেকের পোশাক পরলেই। জানা জরুরি, বয়সের ছাপটা গলায় বেশি ফুটে ওঠে। তাই অযত্নে রাখা যাবে না অঙ্গটিকে; বরং বাড়তি যত্নআত্তি প্রয়োজন। চলে যাওয়া যেতে পারে শহরের বিউটি স্যালনগুলোতে। বিশেষায়িত সেবার জন্য। এখন স্যালনগুলোর সার্ভিস লিস্টে ঢুকে গেছে নেক ফেশিয়াল। শুধু গলার ত্বকের জন্যই তৈরি কাস্টমাইজড এই ফেশিয়াল সেবা পাওয়া যাবে বিশেষজ্ঞ সার্ভিস প্রোভাইডারদের। এতে গলার ত্বক টান টান ও উজ্জ্বল হয়ে উঠবে। দাগছোপও দূর হবে নিশ্চিত। তবে ফেশিয়ালটি নিয়মিত করাতে হবে।
শুরুতেই বিশেষায়িত ম্যাসাজ দেওয়া হয় ক্লায়েন্টকে। মুখ, মাথাসহ শরীরের উপরিভাগের বিভিন্ন অংশে। রিল্যাক্সিং এ ম্যাসাজ চলে গ্লাইডিং, নিডিং আর ফ্রিকশন স্ট্রোকে। বিভিন্ন মাত্রার চাপ প্রয়োগ করে চলে পুরো প্রক্রিয়া। মিনিটখানেকের এ ম্যাসাজ পুরো শরীরের ক্লান্তি কাটাতে সাহায্য করে। সঙ্গে ফেশিয়ালের জন্যও প্রস্তুত হয় গলার ত্বক। তারপর শুরু পরিষ্কারের প্রক্রিয়া। ক্লিনজার দিয়ে ভালো করে ম্যাসাজ করে নেওয়া হয় গলার পুরোটা। মিনিট পাঁচেকের এই ম্যাসাজে ত্বকে জমে থাকা ময়লা আর দূষণ আলগা হতে শুরু করে। তারপর মাখানো হয় কফি ফ্লেভারের স্ক্রাব। ম্যাসাজের ফলে ত্বকের রক্তসঞ্চালন বাড়ে। দাগছোপও হালকা হয়ে যায়। কফিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের টক্সিন দূর করতে সক্ষম। তারপর গলায় মাখানো হয় বিশেষায়িত ম্যাসাজ ক্রিম। ১০ মিনিট ধরে চলা এ প্রক্রিয়ায় দেওয়া হয় ফ্রি হ্যান্ড ম্যাসাজ। এতে ত্বকের পেশিগুলো রিল্যাক্স হওয়ার সুযোগ পায়। এ ছাড়া লোমকূপগুলোও খুলে যায় বলে এর গভীরে থাকা ধুলা-ময়লা, দূষণ আর বাড়তি তেলতেলে ভাব পরিষ্কার হয় সহজে। চামড়ার শোষণক্ষমতাও বাড়ে। ফলে ম্যাসাজ ক্রিমের সব গুণাগুণ প্রবেশ করতে পারে ত্বকে। সেই সঙ্গে ত্বকের ইলাস্টিসিটি বাড়ে। এতে বলিরেখা মুক্ত দেখায়। হয়ে ওঠে টান টান, মসৃণ ও উজ্জ্বল। পরে দেওয়া হয় মাস্ক। গলার জন্য সাধারণত লাইটেনিং মাস্কটাই বেছে নেওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। এই প্যাক মাখিয়ে রাখা হয় পনেরো মিনিটের জন্য। শুকিয়ে যাওয়ার পর তা তুলে নিয়ে সবশেষে লোশনের ব্যবহার। ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ টাকা খরচ হতে পারে নেক ফেশিয়াল করাতে। সঙ্গে ঘন্টাখানেক সময় থাকতে হবে হাতে।
জাহেরা শিরীন
মডেল: শারলিনা
ছবি: ক্যানভাস