skip to Main Content

ফিচার I কনে সাজের উপক্রমণিকা

পার্লারে সাজতে গেলে সাবধানে থাকা চাই শতভাগ। কনে এবং সৌন্দর্যকর্মী- উভয়েরই

পার্লারে যাওয়ার আগে
 যোগাযোগ করে যেতে হবে। এতে কর্তৃপক্ষ কনের সুরক্ষা নিশ্চিত করার সময় পাবে। পার্লারের রিসেপশনে বেশিক্ষণ অপেক্ষা করার প্রয়োজন পড়বে না।
 মাস্ক আর প্রোটেকটিভ গগলস পরে নেওয়া চাই।
 কনের সাজে ব্যবহারের জন্য ব্যক্তিগত মেকআপ কিট নিয়ে যেতে পারলে ভালো। তাতে জীবাণু সংক্রমণের আশঙ্কা অনেকখানি এড়ানো যাবে। এ ব্যাপারে আগেভাগেই মেকআপ আর্টিস্টদের সঙ্গে আলাপ সেরে নেওয়া যেতে পারে। সাজে ব্যবহৃত অন্যান্য সরঞ্জাম, যেমন মেকআপ ব্রাশ বা স্পঞ্জ কনে নিজেই নিয়ে যেতে পারেন। এ ছাড়া ব্যবহৃত গাউন বা রোব, তোয়ালে এমনকি স্লিপার সঙ্গে রাখতে পারলে ভালো হয়।
 সঙ্গে রাখা দরকার স্যানিটাইজার। পকেট ফেশিয়াল টিস্যু, ক্লেনজিং ওয়াইপ, কটন বাডের মতো খুঁটিনাটি জিনিসগুলোও রাখা জরুরি।
মেকআপ আর্টিস্ট এবং তার টিমকেও মেনে চলতে হবে বেশ কিছু নিয়মকানুন। কনেদের সে ব্যাপারেও সজাগ দৃষ্টি থাকা চাই-
মেকআপ আর্টিস্ট মানছেন তো?
 মেকআপের পুরোটা সময় কনেদের খুব কাছে এসেই কাজটা সারতে হয়। তাই পুরো টিমের জন্য মাস্ক আবশ্যক। পিপিই পরিহিত থাকলে আরও ভালো।
 হাত জীবাণুমুক্ত রাখার জন্য প্রতি পনেরো থেকে বিশ মিনিট পর স্যানিটাইজার ব্যবহার করতে হবে।
 প্রতিটি মেকআপ প্রডাক্ট আর ইক্যুইপমেন্ট স্যানিটাইজ করে নিতে হবে আগেই। এ ক্ষেত্রে আইসোপ্রোপাইল অ্যালকোহল অর্থাৎ আইপিএ খুব কার্যকর। জীবাণুমুক্ত করতে ইউভিসি স্টেরিলাইজেশনও ভালো কাজে দেবে।
 মাসকারা, আই বা লিপ মেকআপ অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ডিসপোজেবল ওয়ান্ডগুলো ব্যবহারই ভালো।
 কনের ত্বকে হাতের স্পর্শ যথাসম্ভব এড়িয়ে চলতে হবে। এ ক্ষেত্রে হাত এবং মেকআপ টুল স্যানিটাইজ করা বাধ্যতামূলক।
 স্টিলের প্যালেট ব্যবহার করা যেতে পারে। এতে সাজের জন্য নির্দিষ্ট করে রাখা আইশ্যাডো, লিপকালার কিংবা ফাউন্ডেশন নিয়ে রাখা যাবে। বারবার আইশ্যাডো বা লিপ শেডের পুরো প্যালেটে ব্রাশ ডোবাতে হবে না।
 যে রুমে কনে মেকআপ নিচ্ছেন, কিছু সময় পরপর সেখানে ডিসইনফ্যাকটেন্ট স্প্রে করে সংক্রমণমুক্ত করা দরকার।
 কনের সাজঘরে অনেক মানুষের ভিড় একদম মানা। দুজনের বেশি উপস্থিত না থাকাই ভালো।
 পুরো মেকআপ ভ্যানিটিও জীবাণুমুক্ত করে নেওয়া চাই। সোডিয়াম হাইপোক্লোরাইট এ ক্ষেত্রে খুব ভালো অপশন।

 বিউটি ডেস্ক
জুয়েলারি: স্পার্কেল
ওয়্যারড্রোব: রিলা’স
মডেল: আনিকা
মেকওভার: পারসোনা
ছবি: ক্যানভাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top