বুলেটিন
ল’রিয়েল প্যারিসের টিন্টেড ময়শ্চারাইজার
ত্বকে হাইড্রেশনের ডেইলি ডোজ দিতে ল’রিয়েল বাজারে নিয়ে এসেছে নতুন পণ্য। স্কিন প্যারাডাইস নামের এ টিন্টেড ময়শ্চারাইজার ত্বকে দেবে শিশিরসিক্ত উজ্জ্বলতা। ৭০ ভাগ ওয়াটার বেসড ফর্মুলার সঙ্গে অ্যালোভেরা, জিঞ্জার আর উইচ হ্যাজেলের সংমিশ্রণে তৈরি হয়েছে এটি। লাইটওয়েট টেক্সারের হলেও ময়শ্চারাইজারটি ২৪ ঘণ্টার জরুরি আর্দ্রতা দিতে যথেষ্ট। এসপিএফ ২০ যুক্ত হওয়ায় সূর্যের ক্ষতিকর রশ্মি আর পরিবেশের দূষণ থেকেও সুরক্ষিত করবে ত্বককে। স্কিন প্যারাডাইস টিন্টেড ময়শ্চারাইজারটি মিলবে ১০টি ভিন্ন ভিন্ন শেডে।
টিকটকে ট্রেন্ডি ‘সোপ ব্রাও’
গেল নভেম্বরে গুগল সার্চে ‘সোপ ব্রাও’ টার্মটির খোঁজ বেড়েছে তিন গুণ। এ থেকেই বোঝা যায়, টিকটকে এ বিউটি ট্রেন্ড ক্রমেই শীর্ষ স্থান দখলের দৌড়ে এগিয়ে যাচ্ছে। আইব্রাও শেপিংয়ের অভিনব পদ্ধতি এটি। এতে ব্যবহৃত হয় সাবান। একটা পরিষ্কার আইব্রাও স্পুলি নিয়ে তাতে সাবান মাখিয়ে আঁচড়ে নেওয়া হয়। এতে সুন্দর সেট হয়ে যায় আইব্রাও। এলোমেলো দেখায় না একদমই। মজার ব্যাপার হচ্ছে, আইব্রাও জেলের চেয়েও বেশি দীর্ঘস্থায়ী হয় সাবান ব্যবহারের মধ্য দিয়ে ব্রাও সাজানোর এই কৌশল।
দ্য মার্শমেলো প্রাইমার
টেন ইন ওয়ান মাল্টিমাস্কিং প্রাইমার নিয়ে এসেছে বিউটি ব্র্যান্ড এনওয়াইএফ। মার্শমেলো রুটের নির্যাস মেশানো, যা ত্বককে একই সঙ্গে করবে মসৃণ, কোমল। ১৬ ঘণ্টা অব্দি টিকিয়ে রাখবে মেকআপ। আর্দ্রতা জোগাবে। দূর করবে দাগছোপ আর অনাকাক্সিক্ষত টেক্সচার। ত্বকের বলিরেখার স্পষ্টতা কমিয়ে সফট ফোকাস ফিনিশ দেবে। শতভাগ ভেগান ফর্মুলায় তৈরি হওয়ায় চেহারাকেও রাখবে সতেজ, সুন্দর। হুইপড ক্রিম টেক্সচারে প্রাইমারটি ব্যবহারেও সহজ। বেল্ড হয়ে যায় নিমেষেই। মেকআপের জন্য তৈরি করে নিখুঁত ত্বক।
বিউটি ডেস্ক