লুকস I রঙের উদ্ভাসে
ভারী এবং চিরাচরিত সাজের কনসেপ্ট থেকে বেরিয়ে। মেকআপ প্যালেটের অপ্রচলিত সব শেডে সাজানো একেকটি আনকনভেনশনাল ব্রাইডাল লুক। গর্জাস, অফবিট কনেদের জন্য পারফেক্ট
রাইটআপ: জাহেরা শিরীন
ওয়্যারড্রোব: আনজারা
জুয়েলারি: সামার বাই সানজিদা
মেকওভার: পারসোনা
ছবি: তানভীর খান
মেটালিক মেইজ
পোশাকের জৌলুশের সঙ্গে পাল্লা দিতে মেকআপে মেটালিক শেডের ব্যবহার। পুরো জোর দেওয়া হয়েছে চোখের সাজে। রহস্যমোদির কিন্তু নিঃসন্দেহে অফবিট চয়েজ। গ্লসি লিপ আর হালকা ব্লাশনেও তাই অপরূপা
মডেল: স্নিগ্ধা
টিল ডিল
আধুনিকা হলেও ঐতিহ্যের সঙ্গে বিরোধ নেই। কালো কাজল টানা চোখের সাজে তারই সুর। লিপকালার ও ব্লাশনের বোল্ড স্টেটমেন্টে বিউটিফুল ব্রাইড। সাজে ম্যাক্সিমালিজমও যে দারুণ ইন এখন, তারই জোর জানান
মডেল: বর্ণ
পিচ পারফেকশন
উজ্জ্বল রঙের প্রতি আগ্রহ নেই। মেকআপে তাই প্রাধান্য পেয়েছে লালচে বাদামি, রোজ গোল্ড আর পিচ পিঙ্কের মতো রং। সাদামাটা, সতেজ; কিন্তু আকর্ষণ অপ্রতিরোধ্য
মডেল: আয়শা
লাইক লাইলাক
সাহসী, আত্মবিশ্বাসী কালার প্যালেটের অসনাতন রঙের ব্যবহারে বিয়ের সাজে তারই পষ্টতা। স্কিনটোনের সঙ্গে মানানসই মেকআপ। লিপে আর ব্লাশনে ন্যুড টাচ। বিপরীতে চোখের পাতাজুড়ে শিমারি আইশ্যাডোর ব্যবহারে নজরকাড়া কনে
মডেল: মৌসুম