বিউটি বক্স
লেডি স্যুট রিজুভিনেটিং অয়েল
ফর দ্য গ্লো বিলো। ইনটিমেট স্থানের ত্বকের জন্য বিশেষভাবে তৈরি। শুষ্কতা, জ্বলুনি আর ইনগ্রোন হেয়ারের অস্বস্তি থেকে বাঁচাতে। প্রতিদিন ব্যবহার উপযোগী এই হাইড্রেটিং অয়েল দেহের স্পর্শকাতর এ অংশের ত্বকে জোগায় জরুরি আর্দ্রতা, কমায় অস্বস্তি আর ত্বক রাখে কোমল। জোজোবা, ক্যারট, প্রাইমরোজ, মিডোফোম সিড এবং তামানু থেকে নির্যাসিত ন্যাচারাল এবং অর্গানিক প্ল্যান্ট বেসড অয়েলে তৈরি বলে ভালভার মতো স্পর্শকাতর অংশেও ব্যবহার করা যায় অনায়াসে। হেয়ার রিমুভিংয়ের আগে ও পরে এর ব্যবহার ত্বককে রেজার বাম্প থেকে সুরক্ষিত রাখে। সুইট অরেঞ্জ ও সিডারউড বাঁচায় ক্ষতিকর ব্যাকটেরিয়ার হাত থেকে। ডার্মাটোলজিক্যালি টেস্টেড হওয়ায় গর্ভবতীদের জন্যও নিরাপদ। দাম ৪৬০০ টাকা।
কোকো ক্লাউড শেভ বাটার
শরীরের অবাঞ্ছিত লোম শেভিংয়ের পর মাখন-মসৃণ ত্বক চাইলে এর চেয়ে ভালো অপশন আর হয় না। শেভিং ফোম, সাবানের বিকল্প হিসেবে চমৎকার হুইপড কোকোনাট মিল্ক ইনফিউজড এই শেভিং বাটার। মাখার পরপরই শুষে নেয় বলে ত্বক থাকে কোমল। শেভিং হয় সুবিধাজনক। আলট্রা ক্লোজড শেভিংয়ের ফলে ইনগ্রোন হেয়ারের সমস্যা পোহাতে হয় না। কোকোনাট মিল্ক ত্বক সুরক্ষিত রাখে, জ্বালাপোড়া থেকে রক্ষা করে। এতে থাকা এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডযুক্ত ম্যাংগো সিড বাটার জরুরি আর্দ্রতার জোগান দেয়, ত্বক রাখে টান টান। আর আরগান অয়েল ত্বকের উজ্জ্বলতা নষ্ট করে না; বরং বাড়তি আভা যোগ করে। সহজে ব্যবহার করা যায়। দাম ২১০০ টাকা।
অরিজিনস ক্লিয়ার ইমপ্রুভমেন্ট মাস্ক
ত্বকের যত্নে দারুণ কোমল এ পিউরিফায়িং মাস্ক। কোনো ধরনের ক্ষতি না করেই দূষণ দূর করতে সাহায্য করে। সেই সঙ্গে জোগায় প্রয়োজনীয় পুষ্টি। পরিষ্কার, দাগছোপহীন, আর্দ্রতায় পরিপূর্ণ ত্বকের জন্য দারুণ অপশন অরিজিনস ব্র্যান্ডের ক্লিয়ার ইমপ্রুভমেন্ট চারকোল হানি মাস্ক। বাম্বু চারকোল ফর্মুলেটেড এ মাস্ক রোমকূপের গভীর থেকে তেল, ময়লা দূষণ পরিষ্কার করতে সক্ষম। এতে থাকা গোল্ডেন ওয়াইন্ডফ্লাওয়ার এবং ফার্মেন্টেড হানি জোগায় পুষ্টি আর আর্দ্রতা। ফলে সপ্তাহে এক দিন নিয়মিত ব্যবহারে ত্বক দেখায় মসৃণ, তারুণ্যোজ্জ্বল। দাম ৪৫২৫ টাকা।
স্কিন ডক্টরস রিল্যাক্সাডার্ম অ্যাডভান্স
বোটক্স ছাড়াই ত্বক দেখাবে তারুণ্যোজ্জ্বল। এমনই জাদুকরি পণ্য স্কিন ডক্টরস রিল্যাক্সাডার্ম অ্যাডভান্স। এটি একটি ইনজেকশন ফ্রি রিঙ্কেল রিল্যাক্সার। যা তৈরি হয়েছে ডার্মাটক্স-৬৩ এবং হায়ালুরনিক অ্যাসিডের মতো অ্যাকটিভ উপাদানগুলোর সংমিশ্রণে। ডার্মাটক্স-৬৩ হচ্ছে স্ন্যাপ-৮ এবং পেপটাইড বুস্টার টেকনোলজির সমন্বয়ে তৈরি। স্ন্যাপ-৮ অ্যান্টিরিঙ্কেল অক্টাপেপটাইড হিসেবে জনপ্রিয়, যা ত্বক থেকে নিউট্রোট্রান্সমিটার নির্গত হওয়ার প্রক্রিয়াকে রোধ করে। ফলে ত্বক বেঁচে যায় সূক্ষ্ম রেখা এবং বলিরেখার কবল থেকে। আর হায়ালুরনিক অ্যাসিড আর্দ্রতা বজায় রাখে, বাড়ায় ইলাস্টিসিটি। মাসখানেকের নিয়মিত ব্যবহারে সবচেয়ে ভালো ফল মিলবে, যা স্থায়ী হবে ছয় মাস অব্দি। দাম ৬২০০ টাকা।