ইভেন্ট I বাংলাদেশ ফ্যাশনোলজি সামিট
বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জের আয়োজনে ১২ ফেব্রুয়ারি রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত হয় বাংলাদেশ ফ্যাশনোলজি সামিট। অনুষ্ঠানটি প্রযুক্তি, উদ্ভাবন ও ফ্যাশনের সব স্তরের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের মিলনমেলায় পরিণত হয়।
যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস, ফ্রান্স, জাপান, ভারতসহ বিভিন্ন দেশের ১৭ জন ফ্যাশন ও প্রযুক্তি বিশেষজ্ঞ এই সম্মেলনে চারটি সেশনে তাদের গবেষণা ও অভিজ্ঞতা তুলে ধরেন। তারা প্রযুক্তিনির্ভর আগামীর পোশাক ও ফ্যাশনশিল্প সম্পর্কে আলোচনা করেন। পাশাপাশি প্রযুক্তি কীভাবে পোশাক খাতের উন্নয়নে ভূমিকা রাখতে পারে, অপচয় কমাতে পারে, সেই দিকগুলো তুলে ধরা হয় এখানে।
উদ্যোক্তা, কর্মকর্তা, ক্রেতা প্রতিনিধি, বাণিজ্যিক সংগঠনের প্রতিনিধি, উন্নয়ন সহযোগীসহ পোশাকশিল্পের নীতিনির্ধারক পর্যায়ের প্রায় সাড়ে চার শ প্রতিনিধি সম্মেলনে অংশ নেন। বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জের সিইও মোস্তাফিজ উদ্দিন বলেন, ‘বাংলাদেশ ফ্যাশনোলজি সামিটের উদ্দেশ্য হলো প্রযুক্তি, উদ্ভাবন ও জ্ঞান বিনিময়ের মাধ্যমে বাংলাদেশের পোশাকশিল্পের বর্তমান ও ভবিষ্যতের মধ্যে সেতুবন্ধ তৈরি করা। এই আন্তর্জাতিক সম্মেলনের মাধ্যমে আমরা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পোশাক ও ফ্যাশনশিল্পে প্রযুক্তি বিশেষজ্ঞ ও প্রতিষ্ঠানগুলোকে একই ছাদের নিচে আনার চেষ্টা করেছি।’
এদিকে সামিটে প্রথমবারের মতো ফ্যাশনটেক রানওয়ের শোর আয়োজন করা হয়। এতে নেদারল্যান্ডস, স্পেন, আমেরিকা, ফ্রান্স, যুক্তরাজ্য ও ভারতের ফ্যাশন ডিজাইনাররা তাদের উদ্ভাবনী পোশাক প্রদর্শন করেন।
লা রিভের সামার ট্রেন্ড
প্রকৃতিতে এখন বসন্তের হাওয়া বইছে। রোদ ধীরে ধীরে তীব্র হয়ে উঠছে। গরমে কী করবেন, সেই প্রস্তুতি নিতে হবে এখন থেকেই। এই সময় প্রয়োজন আরামদায়ক পোশাক। আর পুরোপুরি গরম পড়ার আগেই ট্রেন্ডি সামার পোশাক প্রদর্শন করেছে ফ্যাশন হাউজ লা রিভ। মোহাম্মদপুরের রিং রোডের হীরা টাওয়ারে। ১৭ ফেব্রুয়ারি। ব্র্যান্ডটির নতুন শাখার উদ্বোধন উপলক্ষে। বসন্ত ও গ্রীষ্মের পোশাক নিয়ে সেদিন এক ফ্যাশন শোর আয়োজন করা হয়। এ সময় লা রিভের প্রধান নির্বাহী কর্মকর্তা মন্নুজান নার্গিস বলেন, ‘লা রিভ বাংলাদেশের সমসাময়িক ফ্যাশন ব্র্যান্ডগুলোর একটি। সারা দেশে এর মোট ১৫টি শোরুম রয়েছে। ১৩টি ঢাকার মধ্যে আর সিলেটে ২টি। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে নতুন নতুন পোশাক নিয়ে মোহাম্মদপুরবাসীর জন্য সাজবে লা রিভ।’
ফ্যাশন শোটি সাজানো হয় বেশ কয়েকটি কিউতে। রানওয়েতে মডেলরা লা রিভের বসন্ত ও গ্রীষ্মকালীন পোশাক প্রদর্শন করেন দর্শকের সামনে। যেখানে দেখা যায় কামিজ, থ্রিপিস, টপ, শার্ট, টি-শার্ট, থ্রি কোয়ার্টার প্যান্ট, পাঞ্জাবি, ফতুয়া, ফ্রক ইত্যাদি। অনুষ্ঠানে শো স্টপার ছিলেন অভিনয়শিল্পী নিরব ও নাজিফা তুশি।
স্টাফ রিপোর্টার