রাশি রসদ I ধনুর ধাবায়
রাশিচক্রের নবম রাশি ধনু। তাই চলতি মাসের ৯ ও ১৯ তারিখে ভূরিভোজের সুযোগ মিলতে পারে এ রাশির জাতক-জাতিকাদের। দাওয়াত আসতে পারে বাড়ির পূর্ব দিকে থাকা কোনো বন্ধু বা আত্মীয়ের কাছ থেকে। কেননা, এ রাশির শুভ দিক পূর্ব। ঠিক একই কারণে পূর্ব দিকের রেস্তোরাঁগুলোতে খেতে গেলে ধনু রাশির লোকেদের পয়সা উশুল হওয়ার সুযোগ আছে।
তবে এ ঋতুতে বাড়ির খাবারে এ রাশির ভাগ্য খুব একটা খুলবে না। কেননা, ধনুর শুভ রং হলুদ। শীতকালে শাকসবজির পসরা থাকলেও সেগুলো হলুদ খাবার নয়। তাই অন্তত এ মাসে শাকসবজির সঙ্গে ধনু রাশির ভাগ্যের কোনো যোগসূত্র নেই।
এ রাশির মানুষ সাধারণত কাজপাগল হয়ে থাকেন। ফলে তাদের দৌড়ঝাঁপও বেশি। তাই সুস্থ থাকার জন্য শীতের বিভিন্ন সবজি দিয়ে নানান পদ তৈরি করে খাওয়া যেতে পারে। তেল ছাড়া ভাপে সেদ্ধ করে খেলে বেশি উপকার মিলবে। সবচেয়ে ভালো হয় জুস বা স্মুদি করে খেতে পারলে।
গ্রহের প্রভাবে এ রাশির জাতক-জাতিকারা লিভারের রোগে ভুগে থাকেন। তারুণ্য পার না হতেই তাদের শরীরে জেঁকে বসে নানান রোগব্যাধি। পেটের সমস্যা সেগুলোর মধ্যে অন্যতম। অত্যন্ত কর্মঠ হওয়ার পরও ফ্যাটি লিভারের সমস্যা তাদের পিছু ছাড়ে না বললেই চলে। তাই দুধ, দুগ্ধজাত খাবার, মিষ্টি, মিষ্টান্ন এমনকি রান্না করে শাক খাওয়াতেও তাদের পরিমিতি দেখাতে হবে। গুরুপাক খেলে সর্বনাশ! তবে যত খুশি খাওয়া যেতে পারে সবজি। ভাত ও রুটি খেতে হবে রয়ে-সয়ে।
রাঙা আলু, আপেল, কমলালেবু ও গাজর—এই চারটি ধনু রাশির জন্য ভীষণ উপাদেয়। শীতে হলুদ ফল বলতে কমলালেবুই রয়েছে। এই ফলের সঙ্গে ধনু রাশির ভাগ্যের সরাসরি সংযোগ। কমলার প্রতিটি কোয়া একটির সঙ্গে অপরটি যুক্ত থাকে। তাই এই ফল খাওয়ার পর কমলার ঐক্যবদ্ধতার গুণ ধনুর ভেতরেও সঞ্চারিত হয়। পরিবারের সবাই ঐক্যবদ্ধ থাকে। এমনকি ধনুকে টিমওয়ার্ক করতেও উদ্বুদ্ধ করে কমলা।
এ রাশির জাতকদের জন্য চাকরির চেয়ে ব্যবসাই লাভজনক। মাছের ব্যবসা করলে এরা প্রায় অপ্রতিদ্বন্দ্বী হয়ে ওঠেন। তা ছাড়া ফলের ব্যবসায়েও লাভের মুখ দেখেন। তবে চাকরি করতে চাইলে খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানে ধনু-জাতক সাফল্য পাবেন দ্রুত।
এ রাশির শিশুদের জন্য শীতকাল খুব একটা স্বাস্থ্যবান্ধব নয়। এ ঋতুতে পানি পানের দিকে বেশি মনোযোগ দিতে হবে ওদের। নয়তো ভুগতে হতে পারে কিডনি সমস্যা কিংবা কোষ্ঠকাঠিন্যে। ধনু রাশির মধ্যে যারা বার্ধক্যে পৌঁছেছেন, এ ঋতুতে তাদের শরীরটা সামান্য ভালো হতে পারে। তবে সে জন্য নিয়ম মেনে চলা চাই।
এবার আসা যাক এ রাশির নারীদের বিশেষ কিছু গুণের বিষয়ে। কোনো এক অজানা কারণে অন্যান্য রাশির তুলনায় এ রাশির নারীদের রান্নার হাত বেশ পাকা। তাদের রান্নায় মসলার পাশাপাশি থাকে বাড়তি দরদ ও মমতা। তাই বিশেষ কোনো দিনে তাদেরকেই রান্না করতে দিন। অনেক জ্যোতিষী বলে থাকেন, গ্রহের প্রভাবেই ধনু-জাতিকাদের হাতের রান্না সুস্বাদু হয়; বিশেষ করে আমিষ রান্নায় তাদের জুড়ি মেলা ভার।
ধনু রাশির দুর্ভাগ্যের অন্যতম কারণ মাদক ও অনৈতিক সম্পর্ক। তাই মদ, গাঁজাকে না বলা চাই। এমনকি সিগারেট থেকেও সরিয়ে নিতে হবে নিজেকে। অন্যদিকে, সম্পর্কে সৎ থাকুন।
কুমারিল ভট্ট
ছবি: ইন্টারনেট