বুলেটিন
দীপিকা পাড়ুকোনের ৮২ডিগ্রি ই
ভারতীয় চলচ্চিত্র তারকা দীপিকা পাড়ুকোন সম্প্রতি বাজারে লঞ্চ করেছেন তার সেলফ কেয়ার ব্র্যান্ড। নাম দিয়েছেন ৮২ডিগ্রি ই অর্থাৎ এইটটি টু ইস্ট! এই ব্র্যান্ডের প্রতিটি পণ্যেই ব্যবহার করা হয়েছে ভারতীয় উপাদান। সঙ্গে থাকছে উন্নত মানের নিশ্চয়তা। গ্লোবাল ভেঞ্চার ক্যাপিটালিস্ট আছে এই উদ্যোগে। নিজের ব্র্যান্ডের খবর সবাইকে পৌঁছে দিতে সংবাদ সম্মেলনের আয়োজন করেন এই অভিনেত্রী। দীপিকা বলেন, ‘আমি নিয়মিত নিজের যত্ন নিই। ছোট ছোট রুটিন মেনে সেলফ কেয়ার করি। এই অভ্যাস আমার নিজস্বতাকে উপভোগ করতে উৎসাহিত করে।’ আরও বলেন, তার ব্র্যান্ডের প্রথম দিকের পণ্য হিসেবে ত্বক পরিচর্যার লাইন নিয়ে এসেছেন তিনি। প্রসাধনগুলোতে ব্যবহৃত সব উপাদান সংগ্রহ করা হয়েছে সতর্কতা মেনে। ক্লিনিক্যালি পরীক্ষিত। ব্র্যান্ডের মূল উদ্দেশ্য, এর ব্যবহারকারীকে সহজে এবং আনন্দের সঙ্গে নিজের যত্ন নিতে উৎসাহিত করা।
বিক্রি হচ্ছে টম ফোর্ড, কিনছে এস্টি লডার
টম ফোর্ড ব্র্যান্ড এবং এর সব ইন্টেলেকচুয়াল প্রোপার্টি ২ দশমিক ৮ বিলিয়ন ডলারে কিনে নিচ্ছে আরেক জায়ান্ট ব্র্যান্ড এস্টি লডার। কিছুদিন আগে একটি আইনগত দলিলে স্বাক্ষর করেছে দুই পক্ষ। চুক্তি অনুযায়ী টম ফোর্ডের ফাউন্ডার এবং সিইও টম ফোর্ড নিজেই ইন্টারন্যাশনাল ব্র্যান্ডটির ক্রিয়েটিভ ভিশনারি হিসেবে ২০২৩ সাল পর্যন্ত এবং ব্র্যান্ডটির চেয়ারম্যান ডমেনিকো ডি সোল কনসালট্যান্ট হিসেবে দায়িত্বে থাকবেন। টম ফোর্ডের ব্যবসা চালিয়ে নিতে এবং ভবিষ্যতে বিশ্ববাজারে শক্তিশালী অবস্থান তৈরি করার উদ্দেশ্যে এ সিদ্ধান্ত হয়েছে। এস্টি লডারের পক্ষ থেকে প্রধান নির্বাহী কর্মকর্তা ফেব্রিজিও ফ্রিডা বলেন, ‘আমরা খুবই আনন্দিত টম ফোর্ডকে সঙ্গে পেয়ে। এই চুক্তির মাধ্যমে টম ফোর্ড লাক্সারি বিউটি প্রডাক্ট ক্রেতাদের কাছে পৌঁছাতে পারবে।’
কোটির প্রথম রিফিলেবেল পারফিউম
ক্লোয়ি টাটেল (কোটি) নিয়ে এসেছে রিফিলযোগ্য সুগন্ধি। কারডেল টু কারডেল অর্থাৎ সি-টু-সি সার্টিফায়েড ম্যাটেরিয়াল হেলথ সার্টিফিকেট পেয়েছে এই পারফিউম। সার্টিফিকেট লেভেল সিলভার। কোটির চিফ প্রেসটিজ ব্র্যান্ড অফিসার কনস্ট্যানটিন স্কালভ্যানিটিস নতুন পণ্যটি সম্পর্কে বলেন, ‘কোটির প্রতিটি পণ্য পরিবেশবান্ধব। টেকসই তত্ত্ব মেনে তৈরি হয় এগুলো। নতুন এই সুগন্ধি তৈরির ক্ষেত্রেও তাই করা হয়েছে। ইতিবাচক এমন পণ্য নিয়ে আসতে পেরেছি বলে আমরা আনন্দিত।’
ক্লোয়ি টাটেলের এই সুগন্ধি পুনর্ব্যবহারযোগ্য। এখানে রয়েছে শতভাগ প্রাকৃতিক সুগন্ধ। তৈরি হয়েছে কোটির নিজস্ব ইনোভেশন ইনস্টিটিউট কারডেল টু কারডেলে।
বিউটি ডেস্ক
ছবি: ইন্টারনেট