ক্র্যাশ কোর্স I কার্লারের কারসাজি
চোখ সাজাতে ভারসাম্য বজায় রাখা যাদের সমস্যা, তাদের জন্য। স্টেনসিল হিসেবে অনবদ্য। কিলার কাট ক্রিজ থেকে ক্যাট আই লুকের জন্য
প্রথমে চোখের পাতা বন্ধ করে নিতে হবে। ন্যাচারাল ক্রিজ অর্থাৎ ভাঁজ বরাবর আইল্যাশ কার্লার সেট করে নিয়ে ধরে রাখতে হবে
একটা মিডিয়াম ডার্ক শ্যাডো নিয়ে চোখের পাতায় ধরে রাখা কার্লারের গোলাকার মাথার ওপর ডিটেইলড ব্লেন্ডিং ব্রাশ দিয়ে শ্যাডো বুলিয়ে নিতে হবে। তৈরি হবে কাট ক্রিজ
এই কাট ক্রিজের সঙ্গে কানেক্ট করে আরেকটি লাইন তৈরি করে নিতে হবে চোখের বাইরের কোণ বরাবর। আইল্যাশ কার্লারের সাইডের অংশ চোখের কোণে ধরে। অ্যাঙ্গেলড ব্রাশ ব্যবহার করা যায় এ ক্ষেত্রে
তারপর একটি হালকা শেড নিয়ে আগের কাট ক্রিজ লাইনের ওপর ব্লেন্ড করে নিতে হবে ভালোভাবে। ব্যস! সহজেই তৈরি ন্যাচারাল লুকিং কাট ক্রিজ আইশ্যাডো
একইভাবে আইল্যাশ কার্লার স্টেনসিলের মতো নানাভাবে চোখের পাতায় বসিয়ে অনায়াসে অন্য আইশ্যাডো লুকও তৈরি করে নেওয়া সম্ভব
বিউটি ডেস্ক
মডেল: জলি
ছবি: কৌশিক ইকবাল