ক্র্যাশ কোর্স I এক আঙুলেই!
আইলাইনার অ্যাপ্লিকেশন! প্রাচ্যে এর প্রচলন বহু পুরোনো। সেই নানি-দাদিদের আমলের। সম্প্রতি পাশ্চাত্যেও প্রিয় হয়ে উঠেছে এই প্রক্রিয়া। ফিঙ্গার আইলাইনার হ্যাক হিসেবে
যেকোনো একটি আঙুলের হাই প্রেশার পয়েন্টে পছন্দনীয় আইলাইনার বা কাজলের ফোঁটা দিয়ে নিতে হবে
চোখের বাইরের কোণে আলতো করে আইলাইনার বা কাজল বুলিয়ে নেওয়া চাই। এরপর ঠিক সেই কোণেই আই মেকআপ মাখানো আঙুল দিয়ে আউটওয়ার্ড, আপওয়ার্ড স্ট্রোকে লাইন টেনে নিতে হবে। ব্যস! তৈরি স্মোকি উইং আইলাইনার লুক
আইলাইনার অ্যাপ্লিকেশনের আগে ভালোভাবে হাত ধুয়ে নেওয়া জরুরি। নইলে চোখের চারপাশের ত্বক থেকে আইবল-সংক্রমণের শঙ্কা থেকে যায়
বিউটি ডেস্ক
মডেল: পুষ্পিতা
মেকওভার: পারসোনা
ছবি: কৌশিক ইকবাল