বিউটি বক্স
স্যাম কিটো + শ্যাম্পু
কিটো প্লাস শ্যাম্পু বাজারে এনেছে ব্র্যান্ডটি; যা খুশকি ও সেবোরিক ডার্মাটাইটিসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম। এ ছাড়া কিটোকেনাজল, স্যালিসাইলিক অ্যাসিড, জিঙ্ক পাইরিথিওন ও অ্যালোভেরা উপাদান হিসেবে ব্যবহৃত হয়েছে। মাথার ত্বকের যত্নেও ভূমিকা রাখে। ইচিং, ফ্লেকিংয়ের সমাধান হিসেবে কার্যকরী। নন-ড্রায়িং অনুভূতি দেয়। অর্থাৎ চুল ও তালু শুষ্ক করে না। কিনতে খরচ পড়বে ৫৯৯ টাকা।
স্যাম ময়েস্ট ক্রিম
ত্বকের পুষ্টি ও আর্দ্রতা ধরে রাখার জন্য ময়েস্ট ক্রিম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্কিন কেয়ার লেবেল স্যামের প্রোডাক্ট লাইনে মিলবে এটি। যার উপাদান হিসেবে ব্যবহৃত হয়েছে ইউরিয়া, গ্লিসারিন, হায়ালুরনেট। ইমোলিয়েন্ট সমৃদ্ধ ফর্মুলেশনে তৈরি। ত্বকের প্রাকৃতিক আর্দ্রতা পুনরুদ্ধারে কার্যকরী ভূমিকা রাখে। ক্রয়মূল্য ৭৯৯ টাকা।
স্যাম নিউট্রি-স্ক্যাল্প সেরাম
চুলের বায়োটিনের অভাবজনিত সমস্যা সমাধানে নিউট্রি-স্ক্যাল্প বেশ উপযোগী। কারণ, এটি মাথার ত্বকে পুষ্টি জোগায়। চুল মজবুত করে। এর মূল উপাদান বায়োটিন। এর সঙ্গে আর্গন অয়েল, ভিটামিন ই এবং আমন্ড অয়েল উপস্থিত। চুল ও মাথার তালুর যত্নে প্রয়োজনীয় ভূমিকা রাখতে সক্ষম এই সেরাম। ৮৯৯ টাকায় মিলবে।
স্যাম সানস্ক্রিন
ন্যাচার ইন্সপায়ারড স্কিন কেয়ার ব্র্যান্ডটির এ সানস্ক্রিন রোদের ক্ষতিকর প্রভাব থেকে ত্বক রক্ষা করবে। এতে বিদ্যমান এসপিএফ ৫০+। আছে সানস্ক্রিন ফিল্টার ইউভিনাল টি ১৫০; যা ব্যবহারকারীর ত্বককে ইউভিএ এবং ইউভিবি থেকে সুরক্ষা দিতে সক্ষম। ইউভিএ থেকে ত্বককে নিরাপদ রাখতে এতে আছে অ্যাভোবেঞ্জন, আর ইউভিবি প্রতিরোধে ওকটিনোজেট ও ওকটিসালেট। এটি লাইট ওয়েট, ত্বকের সঙ্গে দ্রুত মিশে যায়। ত্বক তেলতেলে করে না। দাম ৮৯৯ টাকা।
বিউটি ডেস্ক
ছবি: সংগ্রহ