skip to Main Content

বুলেটিন

ফ্রাগরেন্স ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৪
জুনের ৫ তারিখে নিউইয়র্কের লিঙ্কন সেন্টারে অনুষ্ঠিত হয় ফ্রাগরেন্স ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৪। সুগন্ধিশিল্পের সঙ্গে সম্পৃক্ত হাজার অতিথি আমন্ত্রিত ছিলেন এই আয়োজনে। উনিশটি ক্যাটাগরিতে দেওয়া হয় পুরস্কার। ভ্যালেন্টিনো বর্ণ ইন রোমা ডোনা, বারবেরি গডেস, ক্রিড অ্যাবসলিউট অ্যাভেন্টাস, মাইসেলফ ইভ সা লর, টম ফোর্ডের ভ্যানিলা সেক্সসহ আরও বেশ কয়েকটি ব্র্যান্ডের সুগন্ধি পুরস্কৃত হয়েছে। আজীবন সম্মাননা দেওয়া হয়েছে দুজনকে। হল অব ফেইম অ্যাওয়ার্ড পেয়েছেন জিয়লস অ্যান্ড্রিয়ার এবং লাইফটাইম অ্যাচিভমেন্ট পারফিউমার জাঁক ক্যাভালিয়ের বেলট্রাড।

গ্লসিয়ারের বাম ডটকম লিপ বাম
২০২৩ সালে গ্লসিয়ার প্রথমবারের মতো বাজারে এনেছিল এই পণ্য। পেইন্ট টিউবের নকশা এই লিপ বামকে করে তুলেছিল দারুণ আকর্ষণীয়। ফল—মুহূর্তে বিক্রি পুরো কালেকশন। কিন্তু ক্রেতা চাহিদা তখনো তুঙ্গে। এ খবরে গ্লসিয়ারের হর্তাকর্তারা সিদ্ধান্ত নেন নতুন করে পণ্যটি বাজারজাতের। গেল মাসে আবারও বাজারে এসেছে পণ্যটি। ভেগান পণ্য। ফর্মুলায় উপস্থিত বি ওয়াক্স; ফলে এই প্রসাধন নন-স্টিকি। নয়টি ফ্লেভারে প্রথম এসেছিল। এবার যোগ হয়েছে আরও আটটি। এতে উপস্থিত আছে ল্যানোলিন নামের তেল, যা ঠোঁট কোমল রাখতে সাহায্য করে। শুষ্ক হতে দেয় না। প্রাকৃতিক আর্দ্রতা ধরে রাখে। ভিটামিন ডি, রোজমেরি, রাইস ব্র্যানও ব্যবহার করা হয়েছে।

ভ্যাকেশনের শিমার অয়েল সানস্ক্রিন
হাই কোয়ালিটি বিউটি ব্র্যান্ড ভ্যাকেশনের সবচেয়ে ব্যয়বহুল ফর্মুলায় তৈরি হয়েছে এই শিমার অয়েল সানস্ক্রিন। এসপিএফ ৩০। পানির স্পর্শে ৮০ মিনিট পর্যন্ত কার্যকরী। অর্থাৎ পুল সাইড লুকেও জুতসই। এটি তৈরিতে প্রাকৃতিক উপাদানের প্রাধান্য দেখা যায়। জোজোবা অয়েল, ভিটামিন ই আর মারুলা অয়েল ব্যবহার করা হয়েছে। ক্রিমটির টেক্সচার মোলায়েম। ত্বকের সঙ্গে মিশে যায় মুহূর্তে। সোনালি মোড়কে মোড়ানো এই বিউটি প্রোডাক্টের নিজস্ব ঘ্রাণ রয়েছে; যা সবকিছু থেকে একে আলাদা করেছে বলে মত সংশ্লিষ্টদের।
 বিউটি ডেস্ক
ছবি: সংগ্রহ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top