বিউটি বক্স
ফেন্টি বিউটির কামব্যাক কিড
নতুন হেয়ার ড্যামেজ ট্রিটমেন্ট প্রোডাক্ট বাজারে এনেছে জনপ্রিয় বিউটি ব্র্যান্ডটি। নাম দিয়েছে দ্য কামব্যাক কিড। চুলের কর্টেক্সে পৌঁছে ভেতর থেকে ক্ষতি পুষিয়ে দেওয়ার সক্ষমতা রয়েছে পণ্যটির। একই সঙ্গে বাইরে থেকেও স্বাস্থ্যোজ্জ্বল করে তোলে। দুর্বলতা দূর করে শক্তি বাড়ায়। চুলের আগা ফেটে যাওয়ার মতো চিরচেনা সমস্যা সমাধানে ভূমিকা রাখে। প্রাকৃতিক আর্দ্রতা নষ্ট হতে দেয় না। তাই চুল শুষ্ক হয় না। কোমলতা বাড়ায়। সব ধরনের চুলে ব্যবহার করা যাবে। এমনকি রুক্ষ চুলের জন্যও উপকারী। কারণ, চুলে জট বাঁধতে দেয় না। তাই ম্যানেজেবেল দেখায়। কামব্যাক কিডের দাম প্রায় ছয় হাজার টাকা।
বেনিফিট কসমেটিকসের ব্র্যান্ড নিউ মাসকারা
ফান ফেস্ট ফেনিং অ্যান্ড ভলিউমনাইজিং শিরোনামে বাজারে এসেছে বেনিফিটের নতুন এ পণ্য। মূল গুণাগুণের তালিকায় আছে আইল্যাশের ভলিউম তৈরি। এই মাসকারার সঙ্গে আছে একটি ফাইবার ব্রাশ, যা ৪০ ডিগ্রি কোণে ঘুরিয়ে ব্যবহার করা যায়। তাই আঁখিপল্লবকে ওপরের দিকে ধরে রাখতে সাহায্য করে। প্রতিটি পাপড়িকে আলাদা করে রাখতে ভূমিকা রাখে। একটির সঙ্গে অন্যটি যুক্ত হতে দেয় না। আনইভেননেস তৈরি করে না। ফর্মুলা বিল্ডেবেল। লাইট টেক্সচার। তাই ব্যবহারে অস্বস্তি হয় না। ফ্লেকিং প্রতিরোধক। ২৪ ঘণ্টা পর্যন্ত টেকসই। ট্রাভেল সাইজের পণ্যটি কেনা যাবে প্রায় চার হাজার টাকায়।
ডিওরের টোটাল ফারমিং অ্যান্ড রিঙ্কেল কারেক্টিং ক্রিম
বিশ বছর ধরে স্টেম সেল নিয়ে গবেষণালব্ধ ফলাফলে ক্রিম তৈরি করেছে ডিওরের ল্যাব—ডিওর সায়েন্স। উদ্দেশ্য, ত্বকের কোষগুলো পুনরুজ্জীবিত করে তোলা। যাতে ত্বক নিজেই নিজেকে সারিয়ে তুলতে পারে। নিয়মিত ব্যবহারে নতুন কোষ তৈরি হয়। চেহারায় সতেজতা সৃষ্টি করে। রিংকেল দূর হয়। উজ্জ্বলতা বাড়ে। স্বাস্থ্যোজ্জ্বল দেখায়। মাত্র সাত দিনেই ইতিবাচক পরিবর্তন দেখা যাবে বলে দাবি ব্র্যান্ডটির। ত্বকের ভাঁজ দূর করবে, সজীবতা বাড়াবে, টেক্সচার মোলায়েম করে তুলবে। নিয়মিত এক মাস ব্যবহার করলে বয়সের প্রভাব দূরীভূত হতে থাকবে। যত্ন নিয়ে তৈরি এই ক্রিম ত্বকে মিশে যায় সহজে। এর কারণ মাইক্রো ফ্রাগমেন্টেড টেক্সচার। ক্রিমে ব্যবহৃত ৮৯ শতাংশ উপাদানই প্রাকৃতিক। সব কটি ইনগ্রেডিয়েন্ট গবেষণার মাধ্যমে বাছাই করা। এতে চারটি ফুলের উপস্থিতি আছে—ডিওরের নিজস্ব বাগানের লনগোজা, পিওনি, হোয়াইট লিলি ও জেসমিন। মূল্য প্রায় চার হাজার টাকা।
কালারপপের জাগুয়ার
নতুন লিপ লাইনার জাগুয়ার হাজির করেছে আমেরিকান বিউটি ব্র্যান্ড কালারপপ। ঠোঁট সুন্দর ও সংজ্ঞায়িত করে তুলতে কার্যকর ভূমিকা রাখে এই লাইনার। ম্যাট ফিনিশ দেয়। ঠোঁটের কোমল টেক্সচার নিশ্চিত করে। যেকোনো ধরনের ত্বকে ব্যবহার করা যায়। ভেগান পণ্য। সম্পূর্ণ ক্রুয়েলটি ফ্রি বলে অফিশিয়াল ওয়েবসাইট নিশ্চিত করেছে। সাতটি শেডে পাওয়া যাচ্ছে। সব কটি ব্যবহারেই বেশ পরিপুষ্ট দেখাবে ঠোঁট। উপাদানে আছে জিঞ্জার, সেরামাইড ও পেপটাইড। ব্যবহারের প্রথমে ঠোঁটে মৃদু শীতল অনুভূতির জানান দেয় জাগুয়ারের স্পর্শ; যা লাইনারটিকে আরও বিশেষ করে তুলেছে। খরচ করতে হবে প্রায় ১ হাজার ১০০ টাকা।
বিউটি ডেস্ক
ছবি: সংগ্রহ