বুলেটিন
বেনিফিট কসমেটিকস আর অবসেসের থ্রিডি শপিং এক্সপেরিয়েন্স
বিউটি লেবেল বেনিফিট এবং এক্সপেরিমেন্টাল ই-কমার্স প্ল্যাটফর্ম অবসেসের সমন্বয়ে থ্রিডি শপিং এক্সপেরিয়েন্সের সুযোগ তৈরি হয়েছে। নাম বেনেমার্ট। এই দুই ব্র্যান্ড মিলে প্রথমবারের মতো নিয়েছে এমন উদ্যোগ। এটি একটি ই-শপ। এই ডিজিটাল স্পেসে ক্রেতারা কেনাকাটা করতে পারবেন। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্সে থেকে এখানে শপিংয়ের অভিজ্ঞতা গ্রহণের সুযোগ রয়েছে। টার্গেট কাস্টমার মূলত জেনারেশন জেড; যারা গেমিংকে শুধু শখ কিংবা অবসরযাপন নয়, ‘নিউ সোশ্যাল’ হিসেবে আখ্যায়িত করেছে।
ওয়াইএসএলের লিপ লাইন আপে নতুন যোগ
কালেকশনের নাম ভাইনাল। টেক্সচার ক্রিমি। পাঁচটি শেডে পাওয়া যাচ্ছে। সাটেল নুড থেকে বোল্ড রেড আছে এতে। কতুর ইন্সপায়ারড ফর্মুলায় তৈরি। ব্যবহারে মিরর শাইন ফিনিশ দেয়। ওয়াটার লক টেকনিক সমৃদ্ধ। তাই চব্বিশ ঘণ্টা ঠোঁট হাইড্রেট রাখে। শুষ্কতাকে স্পর্শ করতে দেয় না। ফুলার লিপস তৈরিতে সক্ষম। মিরর শাইন ফিনিশ তৈরি করে। ১৯৬০ সালে প্রথমবারের মতো বাজারে আসে এই লিপস্টিক। জনপ্রিয়তা কমেনি আজ অব্দি। এবারও ব্যতিক্রম হবে না বলে আশাবাদী ব্র্যান্ডটি।
আরবান ডিকের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর
ক্যামেরন ব্রিংক। আমেরিকান প্রফেশনাল বাস্কেটবল খেলোয়াড়। এবার নতুন রোলে কাজ করবেন বিলাসী এই বিউটি লেবেলের প্রচারে। সৌন্দর্য ও যত্নের জন্য প্রয়োজন এমন পণ্য স্থান পাবে তার ক্যাম্পেইনে। আরবান ডিকের জেনারেল ম্যানেজার স্টেফানি বিনেট এ প্রসঙ্গে তার মত জানিয়েছেন ব্র্যান্ডটির অফিশিয়াল ওয়েবসাইটে। বলেছেন, ‘আমরা আনন্দিত ক্যামেরন ব্রিংকের মতো একজন তারকাকে পেয়ে। তার কাজের প্রতি উদ্দীপনা ও একনিষ্ঠতা আমাদের মুগ্ধ করেছে। তিনি আত্মবিশ্বাসী ও সাহসী। তাকে সঙ্গে নিয়ে আরও এগিয়ে যেতে পারব বলে আশাবাদী।’
বিউটি ডেস্ক
ছবি: সংগ্রহ