বুলেটিন
ইএলএফের ভার্চুয়াল লাক্স লাউঞ্জ
থ্রিডি শপিং নিয়ে আগ্রহ বাড়ছে দিন দিন। ক্রেতা চাহিদাকে গুরুত্ব দিয়ে লাক্সারি বিউটি ব্র্যান্ড ইএলএফ ভার্চুয়াল লাক্স লাউঞ্জ নিয়ে এসেছে। ব্র্যান্ডটির লয়ালিটি প্রোগ্রাম, বিউটি স্কোয়াডের অংশ হিসেবে এটি সম্পন্ন হয়েছে। পার্টনারশিপে সঙ্গে আছে ভার্চুয়াল রিটেইল প্রোগ্রাম অবসেস। প্রথমবারের মতো লয়ালিটি প্রোগ্রামের অংশ হিসেবে সম্পূর্ণ ভার্চুয়াল শপিং এক্সপেরিয়েন্স আয়োজন করা হয়েছে। ইএলএফের চিফ ডিজিটাল অফিসার একতা চোপড়া এ বিষয়ে বলেন, ‘বিউটি স্কোয়াডের সদস্যরা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই চেষ্টা করেছি, তাদের জন্য এমন কোনো উপহার নিয়ে আসতে, যা একই সঙ্গে নতুনত্বে ভরপুর এবং আনন্দময় অভিজ্ঞতা দিতে সক্ষম।’ এই শপিং এক্সপেরিয়েন্স ক্রেতাদের পুরস্কার জয়ের সুযোগও এনে দেবে। আবার তাদের দীর্ঘদিন ধরে জমতে থাকা পয়েন্ট রিডিম করার সুযোগও করে দেবে। অন্যদের আগেই এই তালিকায় অন্তর্ভুক্ত ক্রেতারা লেটেস্ট প্রোডাক্ট, এক্সক্লুসিভ ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন। তাদের ইউনিক বিউটি স্কোয়াড অ্যাকাউন্টে লগইন করে প্রবেশ করা যাবে ইএলএফের ঝলমলে দুনিয়ায়।
ল’রিয়েলের অগমেন্টেড এক্সিবিশন
নটর ডেম ক্যাথেড্রালকে স্মরণ করে বিখ্যাত বিউটি ব্র্যান্ড ল’রিয়েল আয়োজন করেছে অগমেন্টেড এক্সিবিশন। শিরোনাম রাখা হয় ‘নটর ডেম দ্য প্যারিস’। ৮ ডিসেম্বর হংকং শহরে এই আধুনিক প্রদর্শনী আয়োজিত হয়। সেখানে ফুটে উঠেছিল ক্যাথেড্রালের ৮৬০ বছরের ইতিহাস। একই সঙ্গে ডিজিটালাইজেশনের মাধ্যমে সংস্কৃতি, শিল্প, সাহিত্য ও সৌন্দর্য রক্ষা কতটা এগিয়ে যেতে পারে, তা দেখানো হয়েছে। অগমেন্টেড রিয়েলিটি টাচ ডিভাইসের মাধ্যমে এই বিশেষ আয়োজন উপভোগ করেন দর্শকেরা। ল’রিয়েলের এই পরিকল্পনার মূল কারণ, ২০১৯ সালের ভয়াবহ অগ্নিকাণ্ডের পরে পুনরায় উন্মুক্ত হয়েছে এই পবিত্র স্থান। আগুনে ভস্মীভূত হওয়া অংশের সংস্কারের প্রয়োজন হয়েছিল। আর সেখানে আর্থিকভাবে যুক্ত ছিল এই ফ্রেঞ্চ বিউটি ব্র্যান্ড। দীর্ঘ সময় পরে পুনরায় দ্বার উন্মোচন উপলক্ষে বিশেষ প্রযুক্তির প্রদর্শনী আয়োজন করেছিল ল’রিয়েল।
মোকা মুজে মজেছে প্যান্টন, পিওরা আর ইপসি
২০২৫ সালে প্যান্টন কালার অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছে মোকা মুজ। বছরজুড়ে এই রং নিয়ে কাজ হবে, সে তো জানা কথাই। প্যান্টন নিজেই নিয়েছে সেই পদক্ষেপ। বাজারে মোকা মুজকে প্রাধান্য দিয়ে এনেছে প্রসাধন। প্রোডাক্ট লাইনে আছে সুগন্ধি এবং কসমেটিক ব্রাশ। এই প্রক্রিয়ায় সঙ্গত দিয়েছে যুক্তরাজ্যের বিউটি ব্র্যান্ড পিওরা। একই বিষয়ে আরও একটি পার্টনারশিপ করেছে প্যান্টন। সেটি সম্পন্ন হয়েছে বিউটি মেম্বারশিপ সার্ভিস ব্র্যান্ড ইপসির সঙ্গে। এই কোলাবের টিজারের মাধ্যমে জানা যায়, সাশ্রয়ী লাক্সারি প্রোডাক্ট তৈরির উদ্দেশ্যে একত্র হয়েছে ইপসি আর প্যান্টন। এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য ভেগান মোকা লেদার ব্যাগ, ফাইভ পিস মেকআপ ব্রাশ আর তিন পিস স্পঞ্জ।
বিউটি ডেস্ক
ছবি: সংগ্রহ