বিউটি বক্স
ডিওর অ্যাডিক্ট লিপ গ্লো অয়েল
একই সঙ্গে ঠোঁটের যত্ন আর সাজ সম্পন্ন করতে সক্ষম। গ্লসি ফিনিশ। চেরি অয়েলের উপস্থিতি আছে। ঠোঁটের আর্দ্রতা ধরে রাখতে এই উপাদান সক্ষম। ফর্মুলা নন-গ্রেসি। প্রাইমার অথবা টপ কোট—দুভাবেই ব্যবহার উপযোগী। ছয়টি শেডে বাজারে এসেছে। পিংক, রোজ উড, চেরি, রাসবেরি, বেরি এবং ইউনিভার্সাল ক্লিয়ার। তবে যে রংই ব্যবহার করা হোক, প্রাকৃতিক সুন্দরতা তাতে ঢেকে যায় না; বরং আরও আকর্ষণীয় দেখায়। শাইনি লুক দেয়। মসৃণ টেক্সচার; কিন্তু নন-স্টিকি। সব ধরনের ত্বকে ব্যবহারের উপযোগী। কেনা যাবে প্রায় ৮ হাজার টাকায়।
টাওয়ার ২৮ এর এসওএস রিকভারি ক্রিম
নিত্যদিনের জন্য ময়শ্চারাইজার ক্রিম বাজারে এনেছে হাই পারফরম্যান্স বিউটি ব্র্যান্ড টাওয়ার ২৮। ব্যবহারের সঙ্গে সঙ্গে ত্বকে আর্দ্রতা জোগায়; কিন্তু মোটেই চিটচিটে নয়। তাই ত্বকের জন্য আরামদায়ক। রুক্ষতা সরিয়ে ত্বকের কোমলতা নিশ্চিত করে। সেরামাইড এবং হায়ালুরনিক অ্যাসিডসমৃদ্ধ। নন-কমেডোজেনিক। সংবেদনশীল ত্বক যাদের, তারা ব্যবহার করতে পারবেন কোনো দুশ্চিন্তা ছাড়াই। এমনকি একজিমাতে ভুগলেও ব্যবহার করা যাবে। ব্যবহারে ত্বকের পোর বন্ধ হয়ে যায় না। ব্রেক আউটের পরিমাণ কমাতে ভূমিকা রাখে। একদম লাইটওয়েট ক্রিম। ত্বকে লালচে ভাব থাকলে তা কমিয়ে আনতে পারে। শতভাগ সুগন্ধিমুক্ত। অ্যালকোহল এবং সুগন্ধির উপস্থিতি নেই। কিনতে ব্যয় করতে হবে সাড়ে তিন হাজার টাকা।
শার্লট টিলবারির ফেইস আর্কিটেক্ট হাইলাইটার
ক্যান্ডেল লাইট ডিনার থেকে রেড কার্পেট—সবখানেই ব্যবহার করার মতো একটি হাইলাইটার বাজারে এনেছে শার্লট টিলবারি। প্রেসড ফর্মুলায় তৈরি। এতে রিচ পিগমেন্টের উপস্থিতি আছে; কিন্তু কোনো গ্লিটার দৃশ্যমান নয়। টেক্সচার স্যাটিন। ফেইস আর্কিটেক্ট হাইলাইটার মুখের গঠনকে সুন্দর করে তুলতে ভূমিকা রাখে। গাল, থুতনি, চোখ, নাক, আই ব্রাওতে ব্যবহার করা যায়। শেড শ্যাম্পেইন গ্লো। এই রঙের বিশেষত্ব হচ্ছে, এটি সন্ধ্যার আয়োজন থেকে রাতের পার্টি—সবখানেই মানিয়ে যায়। ব্যবহার সহজ। সব ধরনের ত্বকে ব্যবহার করা যাবে। ভেগান পণ্য। ক্রুয়েলটি ফ্রি। খোলার পর ২৪ মাস অবধি ব্যবহার করা যাবে। দাম পড়বে ৭ হাজার টাকা।
জর্জিও আরমানির সুগন্ধি ‘মাই ওয়ে’
ফুলের সুবাস যাদের পছন্দ, তাদের জন্য হতে পারে জুতসই। সুগন্ধিটির ফ্লোরাল টোনে সঙ্গত দিয়েছে উডি ফ্রাগরেন্স। পিচ আর নীলে রাঙানো কাচের বোতল ভর্তি সিগনেচার ফুলের সুবাস। ইতালিয়ান লাক্সারি লেবেল জর্জিও আরমানির সংগ্রহ। এর টপ নোটে মিসরের কমলার সজীবতা। হার্ট নোটে ইন্ডিয়ান টিউব রোজের স্নিগ্ধতা। আর বেইস নোটে নিউ ক্যালিডোনিয়ার চন্দন আর মাদাগাস্কারের ভ্যানিলা মিলে তৈরি করেছে এক ফুলেল জগৎ। ঘ্রাণ দীর্ঘ সময় টিকে থাকে। ব্যবহারের পরে অল্পতেই মিলিয়ে যায় না। একই সঙ্গে ফ্লোরাল, উডি এবং আর্দি টোনের সম্মিলন। সব রকমের ত্বকে ব্যবহারের উপযোগী। ক্রুয়েলটি ফ্রি। ৩০ এমএলের মূল্য প্রায় ১০ হাজার টাকা।
বিউটি ডেস্ক
ছবি: সংগ্রহ