ফ্রম ফ্যাশন উইক I গথ গ্ল্যামার
ডার্ক সাইড অব স্প্রিং। সাম্প্রতিক সময়ের প্রায় সব ফ্যাশন শোতে এই ধারার উপস্থিতি নজর কেড়েছে সৌন্দর্যবোদ্ধাদের। ডিজাইন হাউস উইডারহোফটের শোতে এর প্রদর্শন ছিল চমকে দেওয়ার মতো। ১৯৪৭ সালের চলচ্চিত্র ‘ব্ল্যাক নারসিসাস’ প্রাণিত। পুরোদস্তুর গথ গ্ল্যামার ফুটে উঠেছিল সাজে। বিচ ওয়েভ দেওয়া চকচকে চুল সাজানো হয়েছিল ‘স্লেপ্ট-ইন’ স্টাইলে। চোখ আর ঠোঁটের মেকআপে ‘কোয়াইট গ্রাঞ্জ’ নজর কেড়েছে। ম্যাক মেকআপ আর্টিস্ট শ্যারিন হিনক্লিফের জাদুকরি ছোঁয়ায়। প্রাধান্য পেয়েছে পাঙ্ক লিপ। ডার্ক, ভেলভেটি ম্যাট লিপস্টিকের সঙ্গতে। আরও লেইড-ব্যাক লুক দেখা গেছে গুচির শোতে। স্মোকড-আউট ক্যাট আই নাটকীয় আমেজ তৈরি করেছিল রানওয়েজুড়ে।
বিউটি ডেস্ক
মডেল: আনসা
মেকওভার: পারসোনা
ছবি: ক্যানভাস