এই শহর এই সময় I সৃষ্টির স্নিগ্ধতা
বরাবরের মতো এবারও ফেব্রুয়ারিজুড়ে অমর একুশে বইমেলা মুখর ছিল সাহিত্যপ্রেমীদের পদচারণে। ভাষা দিবসের এ মাসে একুশ ঘিরে ছিল নানা আয়োজন। তার বাইরেও বেশ কিছু আয়োজন মাতিয়ে রেখেছে রাজধানীবাসীকে। ছড়িয়েছে সৃষ্টির স্নিগ্ধতা

ঢাকা মেকার্স
৩০ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি। ঢাকার তেজগাঁওয়ের আলোকি কনভেনশন সেন্টারে ঢাকা মেকার্সের তৃতীয় আয়োজন বেশ সাড়া ফেলে। কারুশিল্প আর শিল্পীদের ঘিরে এই উৎসব নিয়ে ঢাকাবাসী ছিল দারুণ উচ্ছ্বসিত। কর্মশালা, প্রদর্শনী ও সংগীত পরিবেশনায় সাজানো হয়েছিল পুরোটা। বিভিন্ন ওয়ার্কশপে অংশগ্রহণকারীরা তাদের সৃজনশীলতা প্রকাশের পথে যাত্রা শুরু করতে পেরেছেন। ক্র্যাফট মার্কেটে কারুশিল্পীদের একত্র হওয়ার সুযোগ সৃষ্টি হয়েছিল। ক্রেতারা এই রঙিন শিল্প এবং তার কারিগরদের কাছ থেকে দেখার সুযোগ পেয়েছেন। এসবের সঙ্গে ফুড কোর্ট ছিল চেরি অন টপ। সৃজনশীলতাকে প্রাধান্য দিয়ে ঢাকা মেকার্স তার স্থান পুনঃপ্রতিষ্ঠা করেছে। সিটি ব্যাংক পিএলসি এবারের আয়োজনে টাইটেল পার্টনার ছিল। গ্যেটে ইনস্টিটিউট ছিল যোগাযোগ পার্টনার। এক্সপেরিয়েন্স পার্টনার হিসেবে কাজ করেছে বি হিয়ার নাউ। দ্য ডেইলি স্টার অ্যাসোসিয়েট পার্টনার হিসেবে যুক্ত হয়েছে। আলোকি ছিল ভেন্যু পার্টনার।

ছাপচিত্র প্রদর্শনী
ফেব্রুয়ারিজুড়ে নানা আয়োজনে রাজধানীবাসীর নাট্যক্ষুধা মিটিয়েছে প্রসিদ্ধ নাট্যদল আরণ্যক। দলটির ৫৩ বছর পূর্তি উপলক্ষে। ‘তিমির হননে অগ্রসর হয়ে’ স্লোগান নিয়ে। মহিলা সমিতি মিলনায়তন ও জাতীয় নাট্যশালা মঞ্চে। এর মধ্যে ছিল মঞ্চনাটক, পথনাটক ও ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনীর পাশাপাশি সেমিনার ও যন্ত্রসংগীতের আসর। উদ্বোধন হয় ১ ফেব্রুয়ারি, ‘কবর’ নাটকের প্রদর্শনীর মাধ্যমে। উৎসব উৎসর্গ করা হয় আরণ্যক প্রধান নাট্যজন মামুনুর রশীদের সহধর্মিণী, সদ্য প্রয়াত গওহর আরা মামুনকে। এই উৎসবে আরও প্রদর্শিত হয় ‘রাঢ়াঙ’, ‘কম্পানি’, ‘ময়ূর সিংহাসন’, ‘কহে ফেসবুক’ প্রভৃতি নাটক।

আরণ্যক
৩১ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি। ধানমন্ডিতে অবস্থিত আলিয়ঁস ফ্রঁসেজের লা গ্যালারিতে অনুষ্ঠিত হয়ে গেল শিল্পী কামরুজ্জামানের একক ছাপচিত্র প্রদর্শনী ‘মানবজীবন ও গ্রহের রূপক প্রকাশ’। ২০১১ থেকে ২০২৪ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে তার করা ৪৮টি ছাপচিত্র স্থান পায় এতে। এসব ছাপচিত্রে শিল্পী অবচেতন মনের ভেতরে খেলা করা চিত্রগুলোকে ফুটিয়ে তুলেছেন। শহুরে জীবনের রূপ বাস্তবতা, বৈশ্বিক উষ্ণতা এবং মানবসভ্যতার সামগ্রিকতা জলবায়ু পরিবর্তনের ঝুঁকি ঘিরে উৎকণ্ঠাও ছাপ ফেলে তাতে।
লাইফস্টাইল ডেস্ক
ছবি: সংগ্রহ