skip to Main Content

ইনফোগ্রাফ I হালাল-হকিকত

১. হালাল কসমেটিক মার্কেটের আকার কত বড়
 মার্কেট বিশেষজ্ঞদের মতে, এর আকার বর্তমানে ৫৩.১২ বিলিয়ন ডলারের। পূর্বাভাসকারীদের মতে, আসছে পাঁচ বছরে যা ১৫% অবধি বাড়বে।

২. কসমেটিকস কেন ‘নট হালাল’ হয়
 জনপ্রিয় সব বিউটি প্রোডাক্টে বেশির ভাগ সময় শূকর থেকে প্রাপ্ত জেলাটিন, কেরাটিন ও কোলাজেন ব্যবহৃত হয়। থাকে অ্যালকোহলের উপস্থিতি।

৩. ‘হালাল কসমেটিকস’ হওয়ার উপযোগিতাগুলো কী
 ইসলামি দৃষ্টিকোণ থেকে হারাম নয় এমন সব উপাদানে তৈরি পণ্য। যেগুলো ব্রিদেবল এবং ব্যবহারের পরেও এর মধ্য দিয়ে পানি প্রবেশ করে ত্বক ও নখ পর্যন্ত পৌঁছে যেতে পারবে। নামাজের আগে অজু হবে পরিপূর্ণ।
 বিউটি ডেস্ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top