ইনফোগ্রাফ I হালাল-হকিকত
১. হালাল কসমেটিক মার্কেটের আকার কত বড়
মার্কেট বিশেষজ্ঞদের মতে, এর আকার বর্তমানে ৫৩.১২ বিলিয়ন ডলারের। পূর্বাভাসকারীদের মতে, আসছে পাঁচ বছরে যা ১৫% অবধি বাড়বে।
২. কসমেটিকস কেন ‘নট হালাল’ হয়
জনপ্রিয় সব বিউটি প্রোডাক্টে বেশির ভাগ সময় শূকর থেকে প্রাপ্ত জেলাটিন, কেরাটিন ও কোলাজেন ব্যবহৃত হয়। থাকে অ্যালকোহলের উপস্থিতি।
৩. ‘হালাল কসমেটিকস’ হওয়ার উপযোগিতাগুলো কী
ইসলামি দৃষ্টিকোণ থেকে হারাম নয় এমন সব উপাদানে তৈরি পণ্য। যেগুলো ব্রিদেবল এবং ব্যবহারের পরেও এর মধ্য দিয়ে পানি প্রবেশ করে ত্বক ও নখ পর্যন্ত পৌঁছে যেতে পারবে। নামাজের আগে অজু হবে পরিপূর্ণ।
বিউটি ডেস্ক