ফ্রম ফ্যাশন উইক I ভ্যাম্পায়ার ডায়েরি
এমন গথিক ভাইব এড়ানো দুরূহ। তাই তো মিলান ফ্যাশন উইকের ফল উইন্টার ২০২৫ এর সেন্টার স্টেজ ছিল ভ্যাম্পায়ারিক পাউটের দখলে। ভারসাচি এবং এমএসজিএম—দুটোরই শোতে মডেলদের দেখা গেছে ডিপ ডার্ক লিপে। যেন ভৌতিক কোনো গল্পের চরিত্রপ্রাণিত। কালচে বেরি শেড ছিল এ ক্ষেত্রে পছন্দের শীর্ষে। ছিল কালোর কাছাকাছি রঙের লিপস্টিকেরও ব্যবহার। চেরি-কোডেড ট্রেন্ড যে এ বছর দাপিয়ে বেড়াবে ট্রেন্ড চার্ট, তারই প্রমাণ মিলেছে এ লুকগুলো থেকে। তবে বেলির রানওয়ে ছিল সামান্য ভিন্ন। কালচে বার্গেন্ডি পাউটের সঙ্গে স্মোকি আইয়ের জোড় নজর কেড়েছে সে শোতে।
বিউটি ডেস্ক
মডেল: উষ্ণতা
মেকওভার: পারসোনা
ছবি: কৌশিক ইকবাল