সিগনেচার I সিগনেচার বাই কানিজ আলমাস খান
উৎসব আর উষ্ণাগমের উদ্দীপনায়। তারই রেশ যেন সাজপোশাকের পুরোটা জুড়ে। ম্যাচি ম্যাচিতে মন মজেছে বেশির ভাগের। আউটফিটের সঙ্গে সাদৃশ্যতা তাই আউটলুকে। চোখে, ঠোঁটে, গালে—মনোক্রমের মুখরতা। সামান্য স্মোকি ভাইবে চোখের সাজকে রহস্যমোদির করে তোলাতেও উৎসাহী অনেকে। ঠোঁট কখনো রংহীন তো কখনো রঙ্গমঞ্চ। ম্যাট থেকে গ্লসি—পোশাক আর ব্যক্তিত্বের সমন্বিত সমর্থন শতভাগ। চুলের সাজে শুধু স্টাইলিং নয়, প্রাধান্য পেয়েছে অনুষঙ্গও। তাই তো ক্ল্যাসিক কার্ল, টান টান করে বাঁধা খোঁপা, ব্যাক ব্রাশড পনিটেইল আর টপ নট বানের ইতিউতি ফুটছে ফুল আর মুক্তার দানা। পরিমিতি বোধের পারদ কখনো একদম মাপে তো কখনো আউট অব দ্য লাইন। উৎসবের স্পন্দনকে আরও উসকে দিতে

ওয়্যারড্রোব: সাফিয়া সাথী

ওয়্যারড্রোব: সাফিয়া সাথী

ওয়্যারড্রোব: আদ্রিয়ানা এক্সক্লুসিভ

ওয়্যারড্রোব: আদ্রিয়ানা এক্সক্লুসিভ

ওয়্যারড্রোব: আদ্রিয়ানা এক্সক্লুসিভ

ওয়্যারড্রোব: আদ্রিয়ানা এক্সক্লুসিভ

সারসাব কতুর
মডেল: সুনিধি, সারাহ, সারিকা ও জেসিয়া
জুয়েলারি: রঙবতী
ছবি: জিয়া উদ্দীন